পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“oy রামমোহন রায়। জণ্ডায়মান থাকিয়, তাহার উত্তর প্রদান করিলেন। রাজার পাণ্ডিত্য, অসাধারণ তর্কশক্তি ও সহিষ্ণুতা দেখিয়া, উপস্থিত পণ্ডিতমণ্ডলী অবাকৃ হইয়া গিয়াছিলেন। কে জানিত, ইহাই রাজার জীবন-নাটকের শেষ অঙ্কের অভিনয় ! এই অতিরিক্ত পরিশ্রম ও উৎসাহে তিনি অবসর হইয়া পড়িলেন। ઝરે সেপ্টেম্বর তাহার অবসন্ন ভাব দেখিয়, বন্ধুগণ র্তাহাকে বিশ্রাম করিতে পরামর্শ দেন, কিন্তু তিনি যে অনন্ত বিশ্রামের জন্ত প্রস্তুত হইতেছিলেন, তখনও কেহই তাছা বুদ্ধিতে পারেন নাই। সেদিনও বন্ধুগণের সহিত ধৰ্ম্মালাপ করেন। রাজ ১৯শে তারিখে জ্বরে শয্যাগত হন। ক্রমে তাহা বিকারে পরিণত হয়। প্রধান প্রধান চিকিৎসক যত্নের সহিত চিকিৎসা করিতে লাগিলেন। কুমারী হেয়ার দিবরাত্রি রাজার সেবা করিতে লাগিলেন। ২৩শে তারিখে বিখ্যাত ডাক্তার ক্যারিককে আনয়ন করা হইল। তিনি পরীক্ষা করিয়া দেখিলেন, রাজার মস্তিষ্কই অধিক বিকল হইয়াছে। মন্তকে জোক বসান হইল। ২৪শে তারিখে রাজা বেশ শাস্তভাবে নিদ্রা গেলেন ; কিন্তু নিদ্রিতাदइांबू फुकू cषोंगी हिण । २७tन ॐांशंद्र १छ्रटेकांब्र श्रउ লাগিল ও মুখ বাকিয়া যাইতে লাগিল। চুল কাটা মাথায় শীতল জল দেওয়া হইল। বাম বাছ ও পদ অবশ বোধ হইল। কি ঘটিবে মনে করিয়া, সকলে ভীত হইলেন। অবিশ্রাস্ত সেবা