পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ পরিচ্ছেদ । ఆఫి ও চিকিৎসা চলিতে লাগিল। তিনি যে সে যাত্রা রক্ষা পাইবেন না, তাহ বেশ বুঝিতে পারিয়াছিলেন এবং বন্ধুদিগকেও সে কথা বলিয়াছিলেন। অস্তিম সময়ে তাহাকে সৰ্ব্বদাই উপাসনার ভাবে ৰিভোর দেখা যাইত। ২৭শে সেপ্টেম্বর। অন্ত স্বধাধবলিত রজনী। চতুর্দিক নিস্তব্ধ। কুমারী হেয়ার হতাশ ও শোক-বিহ্বল হইয় পড়িয়াছিলেন। তিনি বালিকার দ্যায় রোদন করিতে লাগিলেন। রাত্রি দেড় ঘটিকার সময়ে স্লাজার উৰ্দ্ধশ্বাস আরম্ভ হইল। তাহার বন্ধুগণ ব্যাকুল প্রাণে র্তাহার দিকে তাকাইয় রছিলেন। মৃত্যুর করালচ্ছায় রাজার চিরপ্রফুল্ল মুখমণ্ডল আচ্ছন্ন করিল। २हे। २८ बिनिताँच्न मभत्म्न शैद्ध शैत्त्व शृङ्गा आनिम्न, ब्रयान्न শেষ নিঃশ্বাসের সহিত, তাহার আত্মাকে দেহপিঞ্জর হইতে মুক্ত করিয়া লইয়া গেল! সেই পবিত্র মুখে এক অপূৰ্ব্ব শাস্তি ও গাম্ভীৰ্য্য বিরাজ করিতেছিল । জীবনের মহাব্ৰত উদ্‌যাপন করিয়া, পুরুধ-সিংহ অনন্ত নিদ্রায় নিদ্রিত হইলেন! রাজার ইচ্ছানুসারে “ষ্ট্রেপল্টন গ্রোভের” নিকটবৰ্ত্তী, এক নির্জন বৃক্ষবাটিকায় ১৮ই অক্টোবর শুক্রবার তাহার দেহ সমাধিস্থ করা হইল। পরে শ্ৰীযুক্ত দ্বারকানাথ ঠাকুর মহাশয়, উক্ত স্থান হইতে শৰ “আরনোস ভেগ” নামক স্থানে আনয়ন করেন এবং তাঁহার উপর একটা সুন্দর সমাধি-মন্দির নিৰ্ম্মাণ করাইয়া দেন । । t msg =