পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারত-গৌরব-গ্রন্থাবলী আমাদের জন্মভূমির সহস্র দুর্দশা সত্ত্বেও এদেশে এমন সকল মহাত্মা জন্মগ্রহণ করিয়াছেন, যাহার। পৃথিবীর যে কোন দেশের পক্ষেই গৌরবস্থানীয় হইতে পারিতেন। এই সকল মহাত্মার জীবনের সুশিক্ষা এদেশীয় যুবকগণের চরিত্রগঠনের পক্ষে বিশেষ প্রয়োজনীয়। স্বদেশ-সেবা-ব্ৰতে দীক্ষিত বঙ্গীয় যুবকগণ যতই এই সকল মহাত্মার পদাঙ্ক অনুসরণ করিয়া কঠিন কৰ্ত্তব্যের পথে উৎসাহ ও নিষ্ঠার সহিত অগ্রসর হইতে পরিবেন, ততই তাহারা স্বদেশের মুখোজ্জল করিতে সক্ষম হইবেন, সন্দেহ নাই। এই গুভ উদ্বেগু সংসাধনকল্পে আমরা— —ভারত-গৌরব-গ্রন্থাবলী— নামে দেশের প্রকৃত উজ্জ্বলরত্ব স্বরূপ-মহাত্মাদিগের জীবনচরিত ধারাবাহিকরূপে প্রকাশ করিবার সঙ্কল্প করিয়াছি । এই সকল জীবনচরিত সংক্ষিপ্ত হইলেও, ইহাতে আলোচিত মহাপুরুষদিগের জীবনের যাহা কিছু মহৎ ও গৌরবের বস্তু-অৰ্থাৎ আমাদের জাতীয় চরিত্র গঠনের পক্ষে যাহা কিছু বিশেষ উপযোগী, তাহ সমস্তই পুঙ্খানুপুঙ্খরূপেলিপিবদ্ধ হইবে। এইজন্য বঙ্গের বহুসংখ্যক কৃতীসন্তান লেখনী ধারণ করিয়াছেন। অপর পৃষ্ঠা দেখুন।