পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ পরিচ্ছেদ। ፃ© दणिम्न छांनिएङन, ठशैौग्न जड़ांहनङ्गां, श्रद्रनाकहे (११म ¢ठांभांकि পরম বন্ধু বলিয়া বিশ্বাস করিতেছেন, তাহার সন্দেহ নাই। কেবল ভারতবর্ষীয়দের বন্ধু কেন, তুমি জগতের বন্ধু! “একদিকে জ্ঞান ও ধৰ্ম্মভূষণে ভূষিত কলিয়া জন্মভূমিকে উজ্জল করিবার যত্ন করিয়াছ, অপর দিকে সঙ্কটময় সুগভীর সমুদ্র সমূহ উত্তরণ পূর্বক ব্রিটিস রাজ্যের রাজধানীতে উপস্থিত হইয়া, নানা বিষয়ে রাজশাসন-প্রণালীর ংশোধন ও শুভ-সাধনার্থ প্রাণপণে চেষ্টা পাইয়াছ। সে সময়ের পক্ষে এ কি কাও ! কি ব্যাপার! স্বাভাবিক শক্তির এতই মহিমা! তুমি ইংলণ্ডে গিয়া অধিষ্ঠান করিলে, তথাকার স্বপণ্ডিত সাধু লোকে তোমার অসাধারণ গুণ-গ্রাম দর্শনে বিশ্বয়াপন্ন হইয়া যায়। তোমার সাক্ষাৎকার লাভ করিয়া, এক যায় তথাকার কোন সজ্জন-সমাজে চমৎকার-সংবলিত এরূপ একটা অপুৰ্ব্ব ভাবের আবির্ভাব হয়, যেন সাক্ষাৎ প্লেটো, সক্রেটিস বা নিউটন ধরণী-মণ্ডলে পুনরায় উপস্থিত হইলেন ! তুমি আপন সময়ের অতীত বস্তু। কেবল সময়েরই কেন ? আপন দেশেরও অতীত। ভারতবর্ষ তোমার যোগ্য নিবাস নয়। এক ব্যক্তি বলিয়া গিয়াছেন—এরূপ দেশে এরূপ লোকের জন্মগ্রহণ অবনীমণ্ডলে আর কখনও ঘটিয়াছিল, বোধ হয় না ।”