পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ក្ញុំ · ዓፄ বিশেষরূপে আমাদেরই মুখ উজ্জল করে। শিশু যেমন সহস্র বলবান ব্যক্তিকে ফেলিয়া বিপদের সময় পিতার কোলে আশ্রয় লইতে যায়, তেমনি আমরা দেশের দুৰ্গতির দিনে আর সকলকে ফেলিয়া আমাদের স্বদেশীয় মহাপুরুষদিগের অটল আশ্রয় অবলম্বন করিবার জন্য ব্যাকুল হই। তখন আমাদের নিরাশহৃদয়ে তাহারা যেমন বলবিধান করিতে পারেন, এমন আর কেহই নহে। ইংলণ্ডের দুৰ্গতি কল্পনা করিয়া কবি ওয়ার্ড স্বার্থ পৃথিবীর আর সমস্ত মহাপুরুষকে ফেলিয়া কাতরস্বরে মিণ্টন্‌কেই ডাকিলেন, কহিলেন,— "মিণ্টন, আহ, তুমি যদি আজ খাচিয়া থাকিতে! তোমাকে ইংলণ্ডের বড়ই আবগুক হইয়াছে।” যে জাতির মধ্যে স্বদেশীয় মহাপুরুষ জন্মান নাই, সে জাতি কাহার মুখ চাহিৰে, তাহার কি কুর্দশা । কিন্তু যে জাতির মধ্যে মহাপুরুষ জন্মগ্রহণ করিয়াছেন, তথাপিও যে জাতি কল্পনার জড়ত, হৃদয়ের পক্ষাঘাত বশতঃ তাহার মহত্ব কোনমতে অনুভব করিতে পারে না, তাহার কি দুর্ভাগ্য। আমাদের কি দুর্ভাগ্য! আমরা বঙ্গসমাজেয় বড় বড় যশোবুদ্ধ,দৃদিগকে বালুকার সিংহাসনের উপর বসাইয়া দুইদিনের মত পুষ্পচন্দন দিয়া মহত্বপূজার স্পৃহ খেলাচ্ছলে চরিতার্থ করিতেছি, বিদেশীয়দের অনুকরণে কথায় কথায় সভা ডাকিয়৷ চাদ তুলিয়া মহত্বপূজার একটা ভাণ ও আড়ম্বয় করিতেছি ।