পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

þrø রামমোহন রায়। উপরে অবিশ্রাম বর্ধিত হইয়াছে—তবুও তাহাকে তাহার কার্য্য হইতে বিরত করিতে পারে নাই। নিজের মহত্বে তাছার কি अप्रैण अर्थञ्च श्लि, निtछब्र यश्रख्द्र भाषाहे उँीशंद्ध झशtब्रब्र কি সম্পূর্ণ পরিতৃপ্তি ছিল, স্বদেশের প্রতি তাহার কি স্বাৰ্ধশুস্ত সুগভীর প্রেম ছিল । তাহার স্বদেশীয় লোকের তাছার সহিত যোগ দেয় নাই—তিনিও তাহার সময়ের স্বদেশীয় লোকদের হইতে বহুদূরে ছিলেন ; তথাপি র্তাহার বিপুল হৃদয়ের প্রভাবে স্বদেশের যথার্থ মৰ্ম্মস্থলের সহিত আপনার সুদৃঢ় যোগরক্ষা করিতে পারিয়াছিলেন। বিদেশীয় শিক্ষায় সে বন্ধন ছিন্ন করিতে পারে নাই এবং তদপেক্ষা গুরুতর যে স্বদেশীয়ের উৎপীড়ন, তাহাতেও সে বন্ধন বিচ্ছিন্ন হয় নাই। এই অভিমানশূন্য বন্ধনের প্রভাবে তিনি স্বদেশের জন্য সম্পূর্ণ আত্মবিসর্জন করিতে পারিয়াছিলেন। তিনি কি না করিয়াছিলেন ? শিক্ষা বল, রাজনীতি বল, বঙ্গভাষা বল, বঙ্গসাহিত্য বল, সমাজ বল, ধৰ্ম্ম বল, বঙ্গসমাজের যে কোন বিভাগে উত্তরোত্তর যতই উন্নতি হইতেছে, সে কেবল র্তাহারই হস্তাক্ষর কালের নূতন নূতন পৃষ্ঠায় উত্তরোত্তর পরিস্ফুটতর হইয়া উঠিতেছে মাত্র। বঙ্গসমাজেয় সৰ্ব্বত্রই তাহার স্মরণস্তম্ভ মাথা তুলি উঠিতেছে; তিনি এই মরুস্থলে যে সকল বীজ রোপণ করিয়াছিলেন, তাহার বৃক্ষ হইয়া শাখা-প্রশাখার প্রতিদিন বিস্তৃত হইয়া পড়িতেছে । তাহরই বিপুল ছায়ায় বসিয়া আমরা কি তাহাকে স্মরণ করিব না ?