পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট । v» তিনি যাহা করিয়াছেন, তাহাতে র্তাহার মহত্ব প্রকাশ পায় ; আবার তিনি যাহা না করিয়াছেন, তাহাতে র্তাহার মহত্ত্ব আরও প্রকাশ পায়। তিনি যে এত কাজ করিয়াছেন, কিছুরই মধ্যে র্তাহার আত্ম-প্রতিষ্ঠা করেন নাই। তিনি যে ব্ৰাহ্মসমাজ স্থাপন করিয়াছেন, তাহাতে নিজের অথবা আর কাহারও প্রতিমূৰ্ত্তি স্থাপন করিতে নিষেধ করিয়াছেন। তিনি গড়িয়া-পিটিয়া একটা নূতন ধৰ্ম্ম বানাইতে পারিতেন, তাহ না করিয়া পুরাতন ধৰ্ম্ম প্রচার করিলেন। তিনি নিজেকে গুরু বলিয়া চালাইতে পারিতেন, তাহা না করিয়া প্রাচীন ঋষিদিগকে গুরু বলিয়া মানিলেন। তিনি তাহার কাজ স্থায়ী করিবার জন্য প্রাণপণ করিয়াছেন, কিন্তু তাহার নাম স্থায়ী করিবার জন্য কিছুমাত্র চেষ্টা করেন নাই, বরং তাহার প্রতিকূলতা করিয়াছেন। এরূপ আত্মবিলোপ এখন ত দেখা যায় না। বড় বড় সংবাদপত্রপুট পরিপূর্ণ করিয়া অবিশ্রাম নিজের নামস্থধাপানে এক প্রকার মত্তত জন্মাইয়া আমাদের কাজের উৎসাহ জাগাইয়া স্থাখিতে হয়,—দেশের জন্য যে সামান্ত কাজটুকু করি, তাহাও বিদেশী-আকারে সমাধা করি, চেষ্টা করি,—যাহাতে সে কাজটা বিদেশীয়দের নয়ন-আকর্ষণ পণ্যদ্রব্য হইয়া উঠে। স্তুতিকোলাহল ও দলস্থ লোকের অবিশ্রাম একমন্ত্রোচ্চারণশঙ্কে ৰিত্ৰত থাকিয়া স্থিরভাবে কোন বিষয়ের যথার্থ ভালমন বুঝিবার শক্তিও থাকে