পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামমোহন রায় । و& by উত্তরোত্তর পরিবদ্ধমান বংশপরম্পর লইয়া প্রাচীনতা ও জড়তার প্রভাবে অতিশয় স্থূলকায় হইয়া উঠিতেছিল। রামমোহন রায় সমাজকে এই সহস্ৰ নাগপাশবন্ধন হইতে মুক্ত করিতে নিৰ্ভয়ে অগ্রসর হইলেন। কিন্তু এই নিদারুণ বন্ধন অনুরাগবন্ধনের দ্যায় সমাজকে জড়াইয়াছিল, এইজন্য সমস্ত বঙ্গসমাজ আৰ্ত্তনাদ করিয়া রামমোহন রায়ের বিরুদ্ধে উত্থান করিল। আজ আমাদের বালকেরাও সেই সকল মৃতসপের উপরে হাস্তমুথে পদাঘাত করে, আমরা তাহাদিগকে নিৰ্ব্বিষ টোড়াসাপ বলিয়া উপহাস করি—ইহাদের প্রবলপ্রতাপ, ইহাদের চক্ষের মোহ-আকর্ষণ, ইহাদের সুদীর্ঘ লাস্কুলের ভীষণ আলিঙ্গনের আশঙ্ক আমরা বিস্কৃত হইয়াছি। একবার ভাঙচুর করিতে আরম্ভ করিলে একটা নেশা চড়িয়া যায়। স্বজনের যেমন আনন্দ আছে, প্রলয়ের তেমনি একপ্রকার ভীষণ আনন্দ আছে। যাহার রাজনারায়ণ বাবুর "একাল ও সেকাল” পাঠ করিয়াছেন, তাহারা জানেন, নুতন ইংরাজিশিক্ষা লাভ করিয়া বাঙ্গালী ছাত্রের যখন হিন্দুকালেজ হইতে বাহির হইলেন, তখন র্তাহীদের কিরূপ মত্ততা জন্মিয়ছিল। র্তাহার দলবদ্ধ হইয়া গুরুতর আঘাতে, হিন্দুসমাজের হৃদর হইতে রক্তপাত করিয়া তাছাই লইয়া প্রকাশুপথে আৰাঁর খেলাইতেন। কঠোর অট্টহাস্ত ও নিষ্ঠুর উৎসবের কোলাহল তুলিয়। তখনকার শ্মশানদৃপ্ত র্তাহারা আরও ভীষণ