পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b%y রামমোহন রায় । মুমু হইয়া পড়িতেছিল, যে জড় পাষাণৰূপে পিষ্ট হইয়া হিন্দুধৰ্ম্মের হৃদয় হতচেতন হইয়া পড়িতেছিল, সেই মৃতভার, সেই জড়স্তুপে রামমোহন রায় প্রচণ্ডবলে আঘাত করিলেন, তাহার ভিত্তি কম্পিত হইয়া উঠিল, তাহার আপাদমস্তক বিদীর্ণ হইয়া গেল। হিন্দুধর্মের বিপুলায়তন প্রাচীনমন্দির জীর্ণ হইয়া প্রতিদিন ভাঙ্গিয়া পড়িতেছিল, অবশেষে হিন্দুধৰ্ম্মের দেবপ্রতিমা আর দেখা যাইতেছিল না, কেবল মন্দিরেরই কাষ্ট-লোষ্ট-ধূলিস্তপ অত্যন্ত উচ্চ হইয় উঠিয়াছিল ; তাহার গর্ভের মধ্যে অন্ধকার ঘনীভূত হইতেছিল, ছোট বড় নানাবিধ সরীসৃপগণ গুহানিৰ্ম্মাণ করিতেছিল, তাহার ইতস্তত প্রতিদিন কণ্টকাকীর্ণ গুল্মসকল উদ্ভিন্ন হইয়। সহস্র শিকড়ের দ্বারা নূতন নূতন বন্ধনে সেই পুরাতন তন্ত্ৰাবশেষকে একত্রে বাধিয়া রাখিতে চেষ্টা করিতেছিল। হিন্দু সমাজ দেবপ্রতিমাকে ভুলিয়া এই জড়স্তুপকে পূজা করিতেছিল ও পৰ্ব্বতপ্রমাণ জড়ত্বের তলে পড়িয়া প্রতিদিন চেতন হারাইতেছিল। রামমোহন রায় সেই ভগ্নমন্দির ভাঙ্গিলেন, সকলে বলিল, তিনি হিন্দুধর্মের উপরে আঘাত করিলেন। কিন্তু তিনিই হিন্দুধৰ্ম্মের জীবনরক্ষা করিলেন। সমস্ত ভারতবর্ষ এইজন্ত তাহার নিকটে কৃতজ্ঞ। কি সঙ্কটের সময়েই তিনি জন্মিল্পীছিলেন। র্তাহার একদিকে হিন্দুসমাজের তটভূমি জীর্ণ হইয়া পড়িতেছিল, আর একদিকে বিদেশীয় সভ্যত সাগরের প্রচণ্ড