( . ) রামহরি, ভাল ভাই, তবে তোমার এখনও সেই রূপ ভাবনা আছে কি না ? সাধু না ভাই, তাহা অনেক দিন দৱে হইয়াছে, এব০ খ্রীষ্টের মতে এক্ষণে এতাদৃশ দৃঢ়তা হইয়াছে, য়ে যদ্যপি আমি পৃথিবী এবং০ পৃথিবীন্থ সমস্ত বিয়ায় প্রাপ্ত হই, তথাচ কখনো পূৰ্ব মতাচরণে পুৰন্ত হই না, কারণ ঈশ্বর আমার অন্তঃকরণকে পরিবাৰ্ত্ত করিয়াছেন, এব০ অামার মনোমধ্যে যে তিমির ছিল, তাহ তিনি দুৱা করিয়া জ্ঞানরূপ দীপ্তি প্রদান করিয়াছেন ; তদার ঈশ্বরের ধৰ্ম্মশীলতা এৰণ আমার কৃত পাপ দৃষ্টি করিয়া আমি নিশ্চয় জানিয়াছি, এবং এখন ও জ্ঞান পাইতেছি, যে খ্রীষ্টের দ্বারা হইয়াছে, যে পাপের প্রায়শ্চিত্ত ; তাহাতে বিশ্বাসের অত্যাবশ্যক আছে, কেননা তদ্ব্যতিরেকে পরিত্রাণের কোনো উপায় আর দেখি নাই, এবং তিনিই উপযুক্ত ত্ৰাণকৰ্ত্তীৰ্ণ জানি, কারণ তিনি আমারদের জন্য ঈশ্বরের আজ্ঞা সামুর্ণরূপে পালন করিয়াছেন, ও অামারদের পাপ মোচনাৰ্থে মৃত্যু গ্রহণ করিয়াছেন, এবং পৃথিবীর সমস্ত অর্থের দ্বারা উৎপন্ন না হইতে পারে, এমত যে সন্তোষ, তাহা তিনি আমার অন্তঃকরণে প্রদান করিয়াছেন, রামহরি, ভ্ৰাণকৰ্ত্তা কিরূপে এতাদৃশ্য সাস্তুনা করেন? সাধু, তাহা বলি শুন, তিনি শান্তিদায়ক ধৰ্ম্মাত্মাকে প্রেরণ করিয়া তদারা আমার অন্তঃকরণ সান্তুনা করেন, কেননা ঐ ধৰ্ম্মািত্মার দ্বারা এই পুরামাণ্য হয়, যে আমার পাপ মার্জনা হইয়া স্বৰ্গাধিকারী হইব।।. ভাই হে ! য়িত্ত্ব থ্রীষ্ট যে এমত যথার্থ ত্ৰাণিকত্ত্বা; ইহা
পাতা:রামহরি আর এক ব্যক্তি সাধু এই উভয়ের কথোপকথন.djvu/১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।