( , s ) রামহরি, ঐ খ্রীষ্টমতাবলম্বী ব্যক্তি কি প্রকার ধৰ্ম্মাচরণে কাল ক্ষেপণ করে ? তাহা বলতো শুনি. টি সাধু শুনা ২ ভাই, বলি শুন, সে পুতাই পুতে, গাত্ৰোথান করিয়া কোনো নির্জন স্থানে ধৰ্ম্মশাস্ত্ৰ পাঠ করিয়া ঈশ্বরের নিকটে পুর্থনা করে, অনন্তরে উচিৎ, সময়ে তাহার সমস্ত পরিবার এব০ আত্মীয় লোকের = } দিগকে একত্র করিয়া তা হারিদের সহিৎ ঈশ্বরের শাস্ত্ৰ পাঠ করিয়া তাহার আরাধনা করে, ও তিনি যে তাহারাদিগকে সমস্তু গত রাত্ৰিতে নিরাপদে রক্ষা করিয়াছেন, তন্নিমিত্ত বিবিধ প্রকার স্তৰ করিয়া তাঁহাকে ধন্যবাদ দেয়; পরে তন্নিকটে এই প্রার্থনা করে, যে হে ঈশ্বর ! আমারদের অদ্যকার কৰ্ম্ম যেন সফল হয়, এই প্রকার আশীৰ্বাদ দেও, রামহরি, আমি বুঝি, যে সে ব্যক্তি ধন লোভী তৎপুযক্ত এমত প্রার্থনা করে, সাধ, সত্য থ্রীষ্টিয়ান ধন লুব্ধ হইতে পারে না, কারণ ধমুখ শাস্ত্ৰে লিখিত আছে, ধনের লোভ যে করে, সে এক প্রকার দেবপূজক ; অপর সত্য খৃষ্টিয়ান যে - হয়, সে কখনো ঐহিকের সূর্য ও মর্যাদা এৰe অর্থের । পুয়াস পায় না, বর০ কেবল তাহার অ্যাপন ও নিজ । পরিজনের প্রতিপালনার্থে নিষ্ঠ পত্ত্বিক কোনো শুমাবিশিষ্ট কৰ্ম্ম করিতে তাহার। পূৰ্ববৃত্তি হয়, যাঁহাতে তাহারদের প্রতিপালন শুচিতারূপে ও পরিমিত ব্যয় পূৰ্ব কি হইতে পারে, কিন্তু যদি ঈশ্বরকতৃক অধিক ধন প্রাপ্ত হয়, তবে সে আপনি আতি হৃষ্ট চিত্ত হইয়া, যে সমস্ত লোক ত্ৰাণের পথ জ্ঞাত নহে, তাহারদের নিকটে থামুর্শিাস্ত্ৰ
পাতা:রামহরি আর এক ব্যক্তি সাধু এই উভয়ের কথোপকথন.djvu/১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।