পাতা:রামহরি আর এক ব্যক্তি সাধু এই উভয়ের কথোপকথন.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 3 ) রামহরি, ভাই এ বড় আশ্চৰ্য্য, আমিও এই রূপ মৃত্যু প্রার্থনা করি, সাধু, তুমি কেন, এমন মৃত্যু অনেকেই চাহে ; কিন্তু ইহা সহযে হইতে পারে না ; কারণ যে ধৰ্ম্মীচরণ করে, তাহারই এই রূপে মৃত্যু হইতে পারে, অতএব ভাই, কি স্বাস্থ্য, কি পীড়া, কি মৃত্যু, ও পরকালেতে যদি তুমি পারমার্থিক অ্যাহ্বাদ গুপ্ত হইতে চাহ, তবে খ্রিস্তু খুীষ্টের প্রায়শ্চিত্তের উপর বিশ্বাস করা: রামহরি, ও ভাই! ইহা অামি কি পুকার করিতে পারি, কারণ তুমি জান, ইহা করিলে, আমার পরিজন ও বন্ধু লোক সকল তাড়না করিয়া আমাকে বাটীহইতে দূর করিয়া দিবেক, সাধু, ই ভাই, সে বাস্তব বটে, কারণ য়িস্তু খৃষ্ট দ্বারা। কথিত আছে, যে লোক তন্মতাবলম্বন করিয়া গুীষ্টিয়ান হইবেক, তাহাকে অন্তরঙ্গ লোক তাড়ন। করিবেক, অতএব দেখ ভাই, যে ২ লোক এই মতাবলম্বন করে, অন্তরঙ্গ লোকদ্বারা তাহার অনেক অর্থের মুফতি হয়, এব০ সে অ্যাপন শরীরের উপর অনেক দুঃখ ভোগ করে, কিন্তু এই রূপে দুঃখ ও কৃেশ সহিষ্ণুতা করিলে গর, সে ব্যক্তি ধৰ্ম্ম গ্রন্থের এই বাক্য প্রকাশ করিয়াণ বলে, ভূম্বর বৃক্ষ যদি ফুল না ধরে, ও দুফাল তাতে যদি ফল না হয়, যদি জিত বৃক্ষ বিষয়ক শ্রম বৃথা হয়, ও ক্ষেত্রে যদি কিছু শস্য উৎপন্ন না হয়, যদি র্থোয়াড় হইতে মেষপাল উচ্ছিন্ন হয়, ও যদি গরুরপাল গোষ্টেতে না থাকে, তথাপি আমি ঈশ্বরেতে আনন্দ করিব, আর অ্যাপন ত্রানের ঈশ্বরে উল্লাস করিব, অপর