পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায় প্রথম খণ্ড—সোমপ্রবহণ পূৰ্ব্ব অধ্যায়ে প্রায়ণীয় ইষ্ট উদয়নীয় ইষ্ট ও তাহার দেবতাদি বণিত হইয়াছে। অনস্তর সোম অনিয়নের দিকৃ নির্ণয় হইতেছে—“প্রাচ্যাং-ক্রীয়তে’ পুৰ্ব্বদিকেই দেবগণ রাজা সোমকে ক্রয় করিয়াছিলেন ; সেই হেতু [ ঋত্বিকেরাও প্রাচীনবংশের ] পূৰ্ব্বদিকেই [ সোম ] ক্রয় করিবে। সোমবিক্রেতার দোষ কথন—“তং...সোমবিক্রয়ী" [ দেবগণ ] ত্রয়োদশ মাস (তদভিমানি-দেবত ) হইতে তাহ! ( সোম ) ক্রয় করিয়াছিলেন ; সেই হেতু ত্রয়োদশ মাস [ শুভ কৰ্ম্মেৱ ] অহুকূল নহে, সোমবিক্রেতাও [ সদাচারের ] অনুকূল নহে ; বস্তুতঃ সোমবিক্রয়ী পাপী ॥১ মেঘাদিয়াশির সংক্রাস্তিরহিত মলমাস শুভ কৰ্ম্মে বর্জনীয়। ঐ বিষয়ে তৈত্তিরীয়শ্রীতির প্রমাণ আছে । ক্রয়ের প্রাচীনবংশে সোম আনয়নকালে পাঠ্য অষ্টমন্ত্রপ্রশংস৷৩—“তস্ত...তদষ্টানামষ্ট।” মচুন্যগণকে লক্ষ্য করিয়া আসিবার সময় সেই ক্রীত সোমের দিকৃ (অধিষ্ঠানস্থল ), বীর্ষ্য ( সোমের বলদানশক্তি ), ইন্দ্রিয় ( চক্ষুরাদির বলধানক্ষমতা ) নষ্ট হইয়া গিয়াছিল । [ মহন্তের' ] একটি ঋকৃ দ্বারা ঐ সকলকে রক্ষা করিতে ইচ্ছা করিয়াছিল, কিন্তু তাহা রক্ষা করিতে পারে নাই ; [ ক্রমে ] তাহা দুই ঋকৃ দ্বারা, তাহা তিন ঋকৃ দ্বারা, তাহ চারি ঋকৃ দ্বারা, তাহ পাচ ঋক্ দ্বারা, তাহা ছয় ঋকৃ দ্বারা, তাহা সাত ঋক্ দ্বারা ও রক্ষা করিতে পারে নাই । [ অবশেষে ] তাহ আট ঋকৃ দ্বারা রক্ষা করিয়াছিল, তাহ আটটি ঋক্ দ্বারা পাইয়াছিল ; যেহেতু অষ্ট [ ঋক্ ] দ্বারা রক্ষা করিয়াছিল, অষ্ট [ ঋকৃ ] দ্বারা পাইয়াছিল, সেই জন্য অষ্টের অষ্টত্ব । এতদ্বারা পাইয়াছিল, এই ব্যুৎপত্তিদ্বারা প্রাপ্তার্থক অশ, ধাতু হইতে এ স্থলে অষ্ট শক নিম্পন্ন করা হইল। এই জ্ঞানের প্রশংসা—“অশ্ন তে.বেদ” যে ইহা জানে, সে ৰাহী যাহা কামনা করে, তাহা প্রাপ্ত হয়। উক্ত অষ্ট সংখ্যার বিধান—“তস্মাদেতেষু অববধ্যৈ” সেই জন্ত ইঞ্জিয় ও বীর্ধ্য রক্ষা করিবার জন্য এই সকল কৰ্ম্মে (সোমানয়নাদি কৰ্ম্ম ) আটটি আটটি [ ঋকৃ ] পাঠ করা হয় । (১) "ভূতকাধ্যাপক ক্লীবঃ কস্তাদূৰ্য্যভিশন্তকঃ। बिढ झद् त्रिषनः ८णtभविबन्नैौ छ दिनिन्धक: ॥* [ वांछदषण, s॥२२०]