পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় খণ্ড—সোমের উপাবহরণ সোম আনয়নের ঋক, বলা হইয়াছে, এখন আনীত সোমকে শকট হইতে নামাইবার বিধান—“অন্যতরে হরেয়ুঃ” একটি বলদ [ শকটে ] যোড়া থাকিবে, অপর আর একটি খুলিয়া দিবে ; অনস্তর রাজাকে ( সেীমকে ) নামাইবে । শকট হইতে দুই বলীবর্দ মোচনে দোষ প্রদর্শন—“যদুভয়ো.কুযু6:” যদি দুইটি বলদই [ শকট হইতে ] খুলিয়া [ সোম ] নামান হয়, [ তবে ] সোমকে পিতৃদৈবত করা হয় । পিতৃদৈবত অর্থাৎ পিতৃলোককর্তৃক স্বীকৃত সোম দেবষজ্ঞের অযোগ্য। উভয় বলীবর্দ শকটে যুক্ত থাকাও দোষাবহ–“যদা প্লবেরন" যদি দুইটিই যুক্ত থাকে, [ তাহ হইলে ] যোগক্ষেমের অভাব প্রজাকে (পুত্রাজিকে) আক্রমণ করে ; [ তাহাতে ] প্রজা পরিপ্লুত হইয়। ( ভাসিয়া ) যায়। অপ্রাপ্ত ধনের লাভকে যোগ কহে, আর লব্ধ ধনের রক্ষণ করাকে ক্ষেম কহে । ষে বলদ খোলা যায়, সে গৃহস্থিত প্রজাস্বরূপ, [ আর ] যে যোড়া থাকে, সে লৌকিক ও বৈদিক ] ক্রিয়াস্বরূপ ; [ অতএব ] যtহার একটি ষোড়। রাখিয়া ও অন্যটিকে খুলিয়৷ t সোমকে ] নামায়, তাহার। যোগ ও ক্ষেম উভয়ই সম্পাদন করে।* অনন্তর আখ্যায়িক দ্বারা সোম নামাইবার জন্য ঈশান কোণের বিধান— “দেবাস্থর কৰ্ত্তেীঃ” দেবগণ ও অস্থ বগণ এই সকল লোকে যুদ্ধ করিয়াছিলেন ; তাহার। ( প্রথমে ] এই পূৰ্ব্বদিকে যুদ্ধ করেন, তাহাতে অস্বরের। তাহাদিগকে ( দেবগণকে ) পরাজয় করে ; [পরে] তাহারা দক্ষিণদিকে যুদ্ধ করেন, তাহাতে অক্ষরের। তাহাদিগকে পরাজয় করে ; তাহারা পশ্চিমদিকে যুদ্ধ করেন, তাহাতে অম্বরেরা তাহাদিগকে পরাজয় করে ; র্তাহার। উত্তরদিকে যুদ্ধ করেন, তাহাতে অস্বরেরা তাহাদিগকে পরাজয় করে ; [শেষে] তাহার। উত্তর-পূৰ্ব্বণিকে (ঈশান কোণে) যুদ্ধ করেন, র্তাহার। তখন পরাজিত হন নাই ; এই সেই ( ঈশান ) দিক্ অপরাজিত ; সেই হেতু এই দিকে [ সোম নামাইতে ] ষত্ব করিবে বা যত্ন করাইবে ; তবে [ যজ্ঞকে ] সম্পূর্ণ করিতে সমর্থ হইবে। লোমই জয়ের হেতু, ইহা দেখান হইতেছে—“তে- রাজ্ঞা” সেই দেবগণ বলিয়াছিলেন,—আমাদের রাজার অভাবে জয় হইল না, আমরা রাজা করিব ; তাহাই হউক, এই বলিয়। তাহার সোমকে রাজা করিয়াছিলেন ; তাহার রাজা সোমবার সকল দিকৃ জয় করিয়াছিলেন । যে (যজমান ) [ লোম - স্বাগ করে, সোমই তাহার রাজা। [ শকট ] পূৰ্ব্বদিকে অবস্থিত থাকিতে সোম ]