পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/১৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম পঞ্চিক : ৪র্থ অধ্যায় ] ঐতয়েয় ব্রাহ্মণ - - 台初 সেই দেবগণ বলিলেন, [ আমরা ] উপসৎ অনুষ্ঠান করিব ; তাঁহাই হউক, বলিয়া তাহারা সেই ষট্রসংখ্যক উপসদের প্রত্যেককে দুই দুই বার অনুষ্ঠান করিলেন। এইরূপে তাহা দ্বাদশসংখ্যক হইল ; মাসও দ্বাদশ ; তখন তাহাদিগকে মাসসমূহের আশ্রয় হইতে অপসারিত করিলেন। পরে—“তে বৈ•••অকুদস্ত” মাসসমূহ হইতে অপসারিত হইয়। সেই অম্বরের অৰ্দ্ধমাস সকলের আশ্রয় লইল । সেই দেবগণ বলিলেন, আমরা উপসৎ অনুষ্ঠান করিব ; তাঁহাই হউক, বলিয়। সেই দ্বাদশসংখ্যক উপসদের প্রত্যেককে দুই দুই বার অঙ্গুষ্ঠান করিলেন। তাহাতে তাহারা চব্বিশটি হইল ; অৰ্দ্ধমাস ও চব্বিশটি ; তখন তাহাদিগকে অৰ্দ্ধমাস হইতে অপসারিত করিলেন। পরে—“তে বৈ.অন্তরায়ন” অৰ্দ্ধমাস হইতে অপসারিত হইয়া সেই অস্বরের অহোরাত্রের আশ্রয় লইল । সেই দেবগণ বলিলেন, আমরা উপসৎ অনুষ্ঠান করিব ; তাহাই হউক, বলিয়া তাহার। পূৰ্ব্বাহে যে উপসৎ অনুষ্ঠান করিলেন, তদ্বার। তাহাদিগকে দিবস হইতে এবং অপরাহে যে (উপসৎ ) অনুষ্ঠান করিলেন, তদ্বার। রাত্রি হইতে অপসারিত করিলেন। এইরূপে তাহাদিগকে অহোরাত্র উভয় হইতেই অপসারিত করিলেন। উপসদনুষ্ঠানের কাল—“তস্মাৎrপরিশিনষ্টি” সেই জন্য পূৰ্ব্বত্বেই প্রথম উপসৎ ও অপরাত্ত্বে অপর উপসৎ অমৃষ্ঠেয়। এতদ্বারা সেই ( দিবারাত্রির মধ্যগত সন্ধ্যা ) কালই শত্রুর অবস্থানের জন্য অবশিষ্ট থাকে। পূৰ্ব্বাহ্লে ও অপরাহ্লে অনুষ্ঠান দ্বারা শত্রুগণ (দেবপক্ষে অস্থর ও যজমান পক্ষে শত্রু) দিনরাত্রি হইতে তাড়িত হইয়া কেবল সন্ধ্যাকলিকেই আশ্রয় করিয়া থাকে। (১) প্রাচীনবংশ শালায় ইষ্টকৰ্ম্মসমূহ অকুষ্ঠিত হয়। প্রাচীনবংশের বাহিরে উত্তরবেদি, তাহার নিকটে সদ: । এই সদঃস্থানে প্রাচীনবংশ হইতে সোম আনিয়া রাখিতে হয়। (২) অগ্নিীপ্ৰু-তন্নামক ধিষ্ণ্য বা অগ্নিশালা। (৩) হুবিধান—e অধ্যায় ৩য় খণ্ড দেখ । সপ্তম খণ্ড—তানুনপত্র উপসদের প্রশংসা—“জিতয়ো ব্যজয়স্ত” এই যে উপসৎ, ইহাদের নাম জিতি ( জয় ) ; ইহাদের দ্বারাই দেবগণ অসপত্ন ( শক্ররহিত ) বিজয় পাইয়াছিলেন। ইহা জানার প্রশংসা—“অসপত্নাং:- বেদ” যে ইহা জানে, সে শত্রুরহিত বিজয় লাভ করে। পুনঃপ্রশংসা-৮“যাং"বেদ” দেবগণ এই লোকসকলে, ঋতুসকলে, মাসসকলে, অৰ্দ্ধমাসসকলে এবং অহোরাত্রে যে যে বিজয় লাভ করিয়াছিলেন, যে ( যজমান ) ইহা জানে, সে সেই সেই বিজয়ই লাভ করে ।