পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/১৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম পঞ্চিকা : ৫ম অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ હર বাগ দেবী বাকৃ (দেবী ) বলিলেন, গন্ধৰ্ব্বর স্বীকামুক ; আমাকেই স্ত্রী করিয়া [সোমের ] মূল্যস্বরূপ কর। দেবগণ কহিলেন, না, তোমাকে ছাড়িয়া আমরা কিরূপে থাকিব। তিনি (বাগ দেবী) বলিলেন [ আমাধার। সোমকে ] ক্রয় কর ; যখনই তোমাদের আমাকে প্রয়োজন হইবে, তখনই আমি তোমাদের নিকট পুনরায় আগত হইব। তাহাই হউক বলিয়া [ দেবগণ ] মহতী নগ্ন-(উলঙ্গ )রূপধারিণী সেই [ বাগ দেবী ] দ্বারা রাজা সোমকে ক্রয় করিয়াছিলেন। ১ সোমক্রয় বিধান—“তাম-কীৰ্ণস্তি” তাহার (বালিকা বাগ দেবীর ) অনুকরণে অস্কন্ন (পুংসংসর্গরহিত ) বৎসতরীকে ( ছোট গাভীকে ) সোমের মূল্য করা হয় ও তদ্বারা রাজা সামকে ক্রয় করা হয়। সেই বাছুরের পুনগ্রহণ—“তাং...আগচ্ছৎ” তাহাকে (বংসতরীকে ) পুনরায় ক্রয় করিবে ; কেন না, তিনি ( বাগ দেবী। পুনরায় তাহাদের (দেবগণের ) নিকট আসিয়াছিলেন। সোমক্রয়ের পর অগ্নিপ্রণয়নের পূৰ্ব্বে অকুস্ট স্বরে মন্ত্রপাঠ বৰ্ত্তব্য—“তন্মাৎ••• আগচ্ছিতি ।” সেই জন্য রাজা সোমের ক্রয়ের পর উপাংশু বাক্য দ্বারা ( অল্পচ স্বরে মন্ত্রপাঠ দ্বারা) অনুষ্ঠান করিবে ; কেন না, তখন বাগ দেবী গন্ধৰ্ব্বদিগের নিকট থাকেন, এবং তিনি অগ্নিপ্রণয়নের সময় পুনরায় (ফিরিয়া ) আসেন। (১) নগ্ন শব্দে, বাগ দেবী বালিকারূপ ধরিলেন, ইহাই বুঝাইতেছে। যথা শাখাস্তরে—“তে দেবী অক্ৰবন্‌ স্ত্রীকাম। বৈ গন্ধৰ্ব্ব: স্ক্রিয়। নিষ্ক্রীণ মেতি। তে বাচং প্রিয়মেকহায়নীং কৃত্ব তয়া নিরক্রীণ ।” দ্বিতীয় খণ্ড—অগ্নিপ্রণয়ন অগ্নিপ্রণয়নের প্ৰৈষ মন্ত্র’—“অগ্নয়ে.অধ্বষু":" অধ্বধু হোতাকে ] বলিবেন, প্রণীয়মান অগ্নিঃ অমুকুল মন্ত্র পাঠ কয় । হোতৃপাঠ্য মন্ত্র—“প্রদেবং•••অসুত্ৰয়াখ”. SSBBBB BBB BB BBBS BBBBBBS BBB BB BBBBBB S gg SDDD ঋকৃ ব্ৰাহ্মণ [ যজমানের পক্ষে ] হোতা পাঠ করিবেন। ঐ ঋকের অর্থ — [ হে ঋত্বিকৃগণ ], দেব জাতবোকে (অগ্নিকে ) তfহার স্বরূপপ্রকাশ বুদ্ধিদ্বারা [ উভয়বেদি অভিমুখে ] লইয়া চল । তিনি উত্তর-বেদিতে অবস্থিত হইয়া আমাদের হব্যসকল [ দেবগণের নিকট ] বহন করুন। ঐ মস্ত্রের ছন্দ গায়ত্রী ; G