পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/২০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গণ্ড রামেক্সম্বন্দর রচনাসমগ্র রাজা সোমের প্রণীয়মান হইবার সময় “সোমো জিগাতি গাতুবিৎ”ম ইত্যাদি সোমদৈবত তিনটি গায়ত্ৰী ঋক্ পাঠ করিবে। এতদূর ইহাকে (সোমকে) আপনারই দেবতা দ্বারা ও আপনারই ছন্দোদ্বারা সমৃদ্ধ করা হয়। গায়ত্রী সোমে । ছন্দ ১০। তন্মধ্যে শেষ ঋ:কর শেষ চরণের ব্যাখ্যা—“সোমঃ •• ভবতি” “সোমঃ সধস্থমাসদ২”—সোম সধস্থ ( হবিধানদ্বয়র সহিত অবস্থান-প্রদেশ ) প্রাপ্ত হইয়াছিলেন—এই বাক্যে তিনি (সোম ) সেই সময় ( ঐ চরণ পাঠকালে ) [ হবিধান মগুপের ] আসন্ন হন । এই তিন ঋক্ কোথায় পাঠ করিতে হইবে, তাহার ব্যবস্থা—“তদতিক্রম্য কৃত্ব।” সেই [ আগ্নীপ্ৰ স্থান ] অতিক্রম করিয়া আগ্নীপ্রকে পৃষ্ঠে করিয়া [ঐ শেষ চরণ ] পাঠ করিবে। অধ্বষু যখন আগ্রীঘ্ৰে অগ্নি প্রণয়নের পর আহুতি দেন, সেই সময়ে হোত৷ সোমপ্রণয়নের এই তিন ঋক্ পাঠ আরম্ভ করিয়া, অগ্নিীপ্ৰ অতিক্রমপূর্বক আগ্রীকে পশ্চাতে রাখিয়৷ মন্ত্রপাঠ শেষ করিবেন। চতুর্দশ ঋকৃ—“তমস্ত রাজা অম্বাহ” “তমস্ত রাজাবরণস্তমশ্বিনা”১১ এই বিষ্ণুদৈবত ঋক্ পাঠ করিবে । এই ঋকের চতুর্থ চরণে বিষ্ণুর নাম থাকায় উহার দেবতা বিষ্ণু | অবশিষ্ট তিন চরণ—"ক্রতুং--বিবৃণোতি” “ক্রতুং সচন্ত মারুতস্ত বেধলঃ । দাধার দক্ষমুত্তমমহবিদং ব্রজং চ বিষ্ণু সখিব। অপোণুত” ইহার তাৎপৰ্য্য-বিষ্ণুই দেবগণের দ্বারপাল, তিনিই ইহার (সোমের ] জন্য ঐ মন্ত্রদ্বারা দ্বার খুলিয়া দেন। সমস্ত ঋকর অর্থ-রাজ বরুণ এই ক্রতুকে (যাগকে ) সমৃদ্ধ করেন ; মারুত ( বায়ু) ও বেধাঃ (ব্রহ্ম) ক্রতুকে সমৃদ্ধ করেন। বিষ্ণু দক্ষ (দেবগণের তৃপ্তিবিষয়ে কুশল ) এবং উত্তম এবং অহবিৎ (দিনাভিজ্ঞ সোমকে [ প্রণয়নকালে ] ধরিয়াছিলেন ; এবং [ সোমরূপী ] বন্ধুকর্তৃক যুক্ত হইয়। ব্রজকে (সোমের স্থান হবিধানকে ) আচ্ছাদনহীন করিয়াছিলেন ( অর্থাৎ সোমের প্রবেশের জন্য দ্বার খুলিয়াছিলেন ) { পঞ্চদশ ও ষোড়শ ঋকৃ —“অস্তশ্চ.আসল্পে” “অস্তশ্চ প্রাগা আদিতির্ভবাসি”১২ এই মন্ত্র [ সোম হবিধান ] প্রাপ্ত হইলে পাঠ কৱিবে । [ সোম হবিধানে ] আসন্ন ( সমীপবৰ্ত্তা ) হইলে “শ্রোনো ন যোনিং সদনং ধিয়া কৃতম্”১% এই মন্ত্র পাঠ করিবে । উহার দ্বিতীয় চরণের হিরন্ময় শব্দের অর্থ—"হিরন্ময়ং"কৃষ্ণাজিনম্” "হিরন্ময়মাসাং দেব এযতি”–দেব (সোম ) হিরন্ময় আসন প্রাপ্ত হন—এই