পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম পঞ্চিকা : ৫ম অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ ዓፄ বাক্যে এই যে কৃষ্ণাজিন ( কৃষ্ণমুগচৰ্ম্ম ), যাহা দেব সোমের জন্য [ হুবিধান শকটে ] আস্তীর্ণ করা হয়, উহাই যেন হিং৭ায় । মন্ত্রের প্রযোজ্যতা—“তস্মাদেতামম্বাহ” সেই জন্যই এই ঋক্ পাঠ করিবে । সপ্তদশ ও শেষ ঋকৃ—“অস্তম্ভ,াস্তাং · পরিদধাভি” “অস্তভান্তামস্বরে বিশ্ববেদাঃ”১৪ এই বরুণদৈবত ঋক্ দ্বারা [ সোম-প্রণয়নের অন্ধুবচন পাঠ ] সমাপ্ত করিবে। সোমের সহিত এই বরুণ-দৈবত ঋকের সম্বন্ধ—“বরুণদেবত্যে · সমৰ্দ্ধয়তি,” [ সোম ] যত ক্ষণ উপনদ্ধ ( বস্ত্রাবৃত ) ও যত ক্ষণ পরিশ্রিত ( আচ্ছাদিত) থাকেন, তত ক্ষণ ইহার দেবতা বরুণ ; সেই জন্য এত দ্বায় আপনারই দেবতা ও আপনারই ছন্দোদ্বারা ইহাকে সমৃদ্ধ করা হয় । এইখানে নৈমিত্তিক অন্য ঋকর বিধান—“তং যদ্যুপ - পরিদধ্যাৎ” যদি [ বন্ধুগণ ] সেই যজমানের নিকট ধাববান (উপস্থিত ) হয় বা র্তাহার অভয় ইচ্ছা করে, তখন “এবা বন্দস্ব বরুণং বৃহত্তম”১° এই ঋক্ দ্বারা সমাপ্ত করিবে । ইহা জানার ফল—“যাবস্ত্যো • পরিদধ্যাৎ” যে স্থলে ইহা জানিয়া এই মন্ত্র দ্বারা সমাপন করা হয়, যে স্থলে যfহাদের হইতে অভয় ইচ্ছা করে এবং যাহাদের হইতে অভয় চিস্তা করে, তাহীদের হইতে অভয় হয় । সেই জন্য ইহা জানিয়া এই মন্ত্র দ্বারা সমাপ্ত করিবে । মন্ত্রের সংখ্যা প্রশংসা—“তা এতাঃ “একবিংশ;” এই সেই সপ্তদশ রূপসমৃদ্ধ মন্ত্র পাঠ করিবে ; ধাহী রূপসমৃদ্ধ, তাহা যজ্ঞের পক্ষে সমৃদ্ধ, কেন না, ঐ ঋক্ ক্রিয়মাণ কৰ্ম্মকেই পূর্ণভাবে উল্লেখ করে। তাহাদের মধ্যে প্রথমটিকে তিন বার ও শেষটিকে তিন বার পাঠ করিবে। তাহা হইলে উহার একবিংশত্তিসংখ্যক হইবে। প্রজাপতি একবিংশ ( একুশ অবয়ববিশিষ্ট ) ; [ কেন ন৷ ] মাস বারটি, ঋতু পাচটি, এই লোক সকল ( স্বর্গ, অস্তরীক্ষ ও পৃথিবী) তিনটি, এবং এই আদিত্য একটি ], ইহার একত্র যোগে ] একবিংশতিসংখ্যক । এতন্মধ্যে একবিংশতি সংখ্যা পুরণের জন্য যে আদিত্যের উল্লেখ হইল, তাহার গুণপ্রদর্শন—“উত্তম।“স্বারাজ্যম্’ [ এই যে আদিত্য ], তিনি উত্তম। প্রতিষ্ঠা ; তিনি দেবগণের ক্ষত্রিয় , তাহাই ঐ ; তাঁহাই আধিপত্য ; তাছাই ব্রগ্লুের (আদিত্যের) বিষ্ট্রপ (আশ্ৰয়স্থান ) , তাহাই প্রজাপতির আয়তন ( আশ্রয়স্থান ) ; তাহাই স্বরাজ্য ( স্বাধীন দেশ ) । • উপসংহার-“ঞ্চপ্পাতি একবিংশত্য।” यहे ७कविश्लङि क्षकूनषूह षांब्र। ईश८कहे ( षङञांनष्कहे) मयूरु कब्र श्ञ्च ।