পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/২২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম খণ্ড—অখ্রিগু-প্রৈষমন্ত্র অস্ত্রিগু-প্রৈষমস্ত্রের পরবত্তিভাগের ব্যাখ্য'-–“অস্ব রক্ষ •••নিরবদয়তে” “রুধিরের সহিত রাক্ষসগণের যোজনা কর”— ইহা [ হোতা ] বলিবেন। পুরাকালে ] দেবগণ তুষ দ্বারা ও তণ্ডুলাংশ দ্বারা ( ক্ষুদ দ্বারা ) [ তৃপ্ত করিয়৷ ] রাক্ষসগণকে [ দর্শপূর্ণমালাদি ] যজ্ঞসমূহ হইতে ( যজ্ঞের হবিৰ্ভাগ হইতে ) ও রুধির স্বারা মহাযজ্ঞ ( জ্যোতিষ্টোম ) হইতে বঞ্চিত করিয়াছিলেন ; সেই হোতা যখন “রুধিরের সহিত রাক্ষসগণের ঘোভন কল্প” এই [ মন্ত্রাংশ ] পাঠ করেন, তখন রাক্ষসদিগকে তাহাদের নিজোচিত যজ্ঞভাগ দ্বারাই যজ্ঞ হইতে অপসারিত করা হয়। রাক্ষসেরা তুষ ও ক্ষুদ এবং পশুরক্ত পাইয়াই চলিয়া গিয়াছিল, পুরোডাশের বা, পশুমাংসের অপেক্ষা করে নাই। সেই জন্য ঐ মন্ত্র পাঠ করিলে রক্ষিসেরা এ স্থলেও রুধিরতৃপ্ত হইয়াই চলিয়া যাইবে ; পশুমাংসের লোভে যজ্ঞের বিল্প উন্মাইবে না। ঐ মন্ত্র সম্বন্ধে আপত্তি ও তাহার খগুন—“তদাহুঃ ... এনমিতি” এ বিষয়ে ব্ৰহ্মবাদীরা ] বলেন ( আপত্তি করেন ), যজ্ঞে রাক্ষসের নাম করিবে না, কোন রাক্ষসেরই ( রাক্ষসজাতীয় অস্কর-পিশাচাদিরও ) নাম করিবে না ; কেন না, যজ্ঞে রাক্ষসেরা বজ্জিত (রক্ষিসাদির যজ্ঞে ভাগ নাই, দেবতাদেরই ভাগ আছে )। সেই [ আপত্তি ] সম্বন্ধে [ অন্য ব্রহ্মবাদীরা ] বলেন, [ এ স্থলে রাক্ষসের ] নাম করিতেই হইবে ; কেন না, যে ব্যক্তি ভাগীকে ভাগ হইতে বঞ্চিত করে, সেই [ বঞ্চিত ব্যক্তি ] তাহাকে (বঞ্চনাকারীকে ) বিনাশ করে, যদি বা তাহাকে বিনাশ নাg করিতে পারে, তবে পরে তাহার পুত্রকে বিনাশ করে, অথবা [ পুত্রকে না পারিলে ] পৌত্রকে বিনাশ করে ; [ কোন না কোনরূপে ] ভtহাকে নষ্ট করেই। মৃদুম্বরে ঔ মন্ত্রাংশ উচ্চারণ করা উচিত, যথা—“স যদি•••এবং বেদ” সেই হোতাকে ] যদি [ রাক্ষসের] নাম করিতেই হয়, তবে উপাংশুভাবেই (মৃদুস্বরেই ) নাম করিবে ; কেন না, যে বাব্য উপাংশু (মৃদু উচ্চারিত ), তাহ প্রচ্ছন্ন ( অন্তের অশ্রুত ) থাকে ; আর এই যে [ যজ্ঞস্থলবিহারী ] রাক্ষসগণ, ইহারাও প্রচ্ছন্ন [ -বিচরণশীল ] । অপিচ যদি উচ্চৈঃস্বরে নাম করা হয়, তাহা হইলে যে ব্যক্তি এই রাক্ষসোচিত (উচ্চৈঃস্বরে উচ্চারিত ) বাব্য বলে, সে রাক্ষসী ভাষা উৎপাদনে সমর্থ হয় ; কেন না, দৃপ্ত লোকে ষে [ উচ্চ ] বাক্য বলে, উন্মত্ত লোকে ষে [ উচ্চ ] বাক্য বলে, তাহ রাক্ষসোচিত বাক্য। যে ইহা জানে, সে স্বয়ং দৃপ্ত হয় না, এবং তাহার পুত্রাদিও কেহ দৃপ্ত হয় না। মন্ত্রের পরবর্তী ভাগ-“বনিঃ মস্ত...পরিদদাতি”

  • আহে শক্ষিতৃগণ, বপার সমীপবর্তী মাংসখণ্ডকে উলুকাকৃতি (পেচকাকৃতি) জানিয়া