পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/২২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় পঞ্চিকা ঃ ৭ম অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ - S e > (১) অগ্নিীপ্র নামক ঋত্বিক আহৰনীয় হইতে অগ্নি গ্রহণ করিয়া “পরি বাজপতি: কবিঃ” ( F।১৫।৩ ) এই মন্ত্রে তিনবার পশুর চারি দিকে সেই অগ্নিকে প্রদক্ষিণ করান । এই পর্যগ্নিকরণ-অনুষ্ঠান পূৰ্ব্বে বিবৃত হইয়াছে, ষষ্ঠ অধ্যায়, পঞ্চম খণ্ড দেখ। (২) পর্যাগ্নিকরণের অতুবচন-মন্ত্ৰ—“অগ্নির্হোত নোহধ্বরে” ( ৪।১৫।১ ) পূর্বে দেখ। (৩) পশু যজমানের প্রতিনিধি, পশুকে য জমান আত্মনিক্রিয়ুরূপে অৰ্পণ করেন। ইহা পূৰ্ব্বে বলা হইয়াছে। (৪) পূৰ্ব্বে দেখ। (৫) পূর্বে দেখ। দ্বিতীয় খণ্ড—বপাস্তোক-হোম বপাস্তেfকহোমের প্ৰৈষ মন্ত্র —“তস্ত্য বপাং...গচ্ছানিতি” সেই পশুর বপ,> [ উদরের উপর হইতে ] ছিন্ন করিয়া [ অগ্নিতে পাকার্থ ] আনা হয়। অধ্বযু তাহার উপর ক্র ২ হইতে ঘৃতধারা নিক্ষেপ করিয়া, “স্তোকের ( বপ। হইতে ক্ষরিত জলবিন্দুর ) অমুকুল মন্ত্র পাঠ কর” [ হোতাকে ] এই [ প্ৰৈষ মন্ত্র ] বলেন । [ বপা হইতে ] এই ধে বিন্দুসকল ক্ষরিত হয়, ঐ বিন্দুসকল সকল দেবতার প্রিয় ; ইহারা অসন্তুষ্ট হইয়া যেন দেবগণের নিকট না যায়, এই উদ্দেশেই [ উহাদের অল্পকূল মন্ত্ৰপাঠার্থ মৈত্রাবরণকে আহবান হয় । মৈত্রাবরুণপাঠ্য অতুবচন –“জুষস্ব • জুহোতি” জুষস্ব সপ্রথশুমূণ্ড এই মন্ত্র পাঠ করিবে। “বচে দেবপারস্তমম্। হব্য। জুহান আসনি” এতদ্বার [ দ্বিতীয় ও তৃতীয় চরণ পাঠ দ্বারা } ঐ বিন্দুসকলকে অগ্নির মুখেই আস্থতি দেওয়া হয় । মস্ত্রের অর্থ-আহে অগ্নি, এই হব্য আস্তে ( মুখে ) নিক্ষেপ করিয়া অতিশয় বিস্তৃত ও দেবগণের প্রীতিজনক এই স্তুতিবাক্যে প্রীত হও । তৎপরে পঞ্চঋগ যুক্ত স্থক্তের বিধান—”ইমং-অম্বাহ” “ইমং নে যজ্ঞমসূতেষু ধেহি” ইত্যাদি স্বত্ত ৪ পাঠ করিবে। ঐ অগ্নিস্থক্তের প্রথম খকের ব্যাখ্যা—”ইমা...তদাহ” "ইমা হব জাতবেদে জুষস্ব”—এই [ দ্বিতীয় চরণে ] হুব্য দ্বার [ জাতবেদা অগ্নির ] প্রীতি প্রার্থনা হয়। “স্তোকানামগ্নে মেদসে ঘৃতস্ত” এই [ তৃতীয় ] চরণে [ ঐ বিন্দুসকলকে ] মেদের ( বপায় ) ও স্বতের [ বিন্দুই ] বলা হইল। “হোতঃ প্রাশান প্রথমে নিষষ্ঠ” এই [ চতুর্থ ] চরণে অগ্নিই দেবগণের হোতা ; সেই অগ্নি, তুমিই প্রথমে উপবিষ্ট হইয়। [ বিন্দুসকল ] ভক্ষণ কর-ইহাই বলা হইল। সমস্ত মন্ত্রের অর্ধ-আহে জাঁতবো অগ্নি, তুমি আমাদের স্বজ্ঞকে অম্বরগণের নিকট