পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/২৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় পঞ্চিকা ঃ ১০ম অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ So তিন বার পাঠ করিলে, উহ। এগারটি হয় । [ তদ্ব্যতীত ] বিরাট ছন্দের যাজ্যটি দ্বাদশস্থানীয় ; কেন না, একটি অক্ষরে বা দুইটি অক্ষরে ছন্দের ব্যত্যয় হয় না।৩ এইরূপে উহার ( ঐ বারটি অমুঠুপ, ষোলটি গায়ত্রীর সমান হয়। এইরূপেই অনুষ্টুভ, দ্বারা [ শস্ত্রপাঠ ] আরম্ভ করিলেও হোতৃকর্তৃক গায়ত্রীর অনুসরণ সিদ্ধ হয়। তৎপরে ঐন্দ্রাগ্নগ্রহহোমের যাজ্যাবিধান—“অগ্ন ইন্দ্রশচ.যজতি” SDB BBB BBB BBS BB BB BB BB BBB BBBD DD DDD ৰাজ্য করিবে । ঐস্ত্রাগ্নগ্রহে প্রথমে ইন্দ্রের, পরে অগ্নির নাম আছে, কিন্তু ঐ ৰাজ্যামন্ত্রের দেবতামধ্যে পূর্বে অগ্নির, পরে ইন্দ্রের নাম দেখা যাইতেছে। এই আপত্তির খণ্ডন—“ন বৈ ۹۶ یا ۰۰ ه [ অস্বরদিগের সহিত যুদ্ধে ][ পূর্বে ] ইন্দ্র ও [ পরে] অগ্নি যাইয়া জয় লাভ করেন নাই, [ পূৰ্ব্বে ] অগ্নি ও পরে ] ইন্দ্র বাইয়া জয় লাভ করিয়াছিলেন ; সেই জg এই যে অগ্নি ও ইন্দ্রের উদ্দিষ্ট মন্ত্রকে যাজ্য করা হয়, ইহাতে বিজয়লাভই ঘটে । যাজ্যার অক্ষয়সংখ্যাপ্রশংসা—“সা বিরাটু-তৃপ্যক্তি” সেই বিয়াটে তেত্রিশটি অক্ষর। দেবগণও তেত্রিশ জন ; অষ্ট বক্স, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, প্রজাপতি এবং বযটুকার। এতদ্বারা [ প্রাতঃসবনে বিহিত ] প্রথম শস্তুে ( অর্থাৎ অাজ্যশস্ত্রে ) দেবতাদিগকে অক্ষরের ভাগী করা হয় | তদ্বারা দেবতারা [ তেত্রিশ জনে ] এক এক অক্ষর অনুসরণ করিয়া [ সকলেই ] উত্তমরূপে [ সোমরস ] পান করেন। তাহাতে [ অক্ষরত্নপী ] দেবপাত্র দ্বারাই [ সোমপান করিয়া ] দেবতাগণ তৃপ্ত হন।৩ শস্ত্রের ও ৰাজ্যার দেবতা পৃথকৃ, সে বিষয়ে আপত্তিখগুন—“তদ্বছিঃ...ষাজ্য।” এ বিষয়ে ব্ৰহ্মবাদীয়। ] প্রশ্ন করেন,—যেরূপ শস্ত্র, যাজ্য৷ তদনুসারী হওয়া উচিত ; কিন্তু হোত অগ্নিদৈবত শস্ত্র পাঠ করেন ; তবে কেন অগ্নি ও ইন্দ্র দেবতার উদ্দিষ্ট মন্ত্রকে যাজ্য করা হয় ? [উত্তর] স্বাহার দেবতা অগ্নি ও ইন্দ্র, তাহার দেবতা ইন্দ্র ও অগ্নি এরূপ বলাও চলে ] ; আর এই যে শস্ত্র, ইহা গ্রহের সহিত ও তুষ্ণীংশংসের সহিত একযোগে ] ইন্দ্র ও জগ্নি, ইহাদেরই উদ্দিষ্ট। কেন না, “ইন্দ্রাণী জাগতং স্থতং গীভির্নভো বরেণ্যম। অস্ত পাতং ধিয়েষিত।”—আহে ইন্দ্র, অহে অগ্নি, তোমরা অতি দ্বার অভিযুক্ত এবং আকাশের মত্ব ররেণ্য এই সোমের নিকট আগমন কর এবং আপন ধীশক্তিপ্রেরিত হইয়৷ ইহা পান কর—এই মন্ত্রে অধ্যযু ঐন্দ্রীয় গ্রহ গ্রহণ করেন ; অপিচ হুরগ্নির্জ্যোতির্জাতিরঞ্জিয়িশ্রোজ্যোতিভূবে জ্যোতিরিক্সঃ স্বর্ঘ্যে জ্যোত্তির্জ্যোতিঃ স্ব স্বৰ্য" এই মন্ত্ৰে হোতা তুৰ্কংশংস পাঠ করেন। এই হেতু শঙ্কং গ্রেপ, যাঙ্গ্যাও তাম্বলী(অর্থাৎ অভিন্ন দেবতার উদিষ্ট)।