পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/২৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় পঞ্চিকা : ১১শ অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ »¢ግ [ দেবতার উদ্দেশে ] নিবেদন করিয়াছিলেন ; লাভের পর নিংিৎসমূহ দ্বারা নিবেদন করিয়াছিলেন, ইহাই নিবিংসমূহের নিবিত্ব। নষ্ট দ্রব্য পাইতে ইচ্ছা করিয়া, কেহ বা অধিক পাইতে ইচ্ছা করে, কেহ বা অল্প পাইতে ইচ্ছা করে। উভয়ের মধ্যে যে অধিক পাইতে ইচ্ছা করে, সেই ব্যক্তি উভয়ের মধ্যে ভাল ইচ্ছা করে। সেইরূপ যে ব্যক্তি এই প্রৈযমন্ত্ৰসকলকে দীর্ঘ বলিয়া জানে, সেই ব্যক্তি তাহা ভাল জানে ; কেন না, এই যে প্রৈষমন্ত্ৰসকল, এতদ্বারাই নষ্ট যজ্ঞের অন্বেষণ হয়। সেই জন্য [ মৈত্রীবরুণ ] মাথা নোয়াইয়া দাড়াইয়া প্রৈষমন্ত্র পীঠ করিবেন। (১) “হোতা যক্ষদগ্নিং সমিধা” ইত্যাদি প্রৈযমন্ত্র। (২) “বায়ুরগ্রেগাঃ” ইত্যাদি সাতটি পুরোরুকৃ প্ৰউগশস্থের অন্তর্গত সাতটি ঋক্ত্রয়ের পূৰ্ব্বে পঠিত হয়। দশম খণ্ড—নিবিৎ-স্থাপনা সবনত্রয়ে নিবিংসমূহের স্থাননিরূপণ, যথা—“গর্তা বৈ•এবং বেদ” এই যে নিবিংসমূহ, ইহার উকৃথ-(শস্ত্র)-সকলের গর্ভম্বরূপ। সেই হেতু প্রাতঃসবনে ঐ নিবিংসমূহকে উকৃথসমূহের পূৰ্ব্বে স্থাপন করা হয়। এই জন্তই গর্ত (ভ্রণ) [ শরীরমধ্যে ] পুরোভাগেই স্থাপিত হয় ও প্রসবকালেও ] পুরোভাগেই বৰ্ত্তমান থাকে । মাধ্যন্দিনসবনে নিবিংসমূহ মধ্যস্থলে স্থাপিত হয়। সেই জন্য গর্ত মধ্যস্থলে (উদর মধ্যে ) স্থাপিত হয়। তৃতীয় সবনে নিবিংসমূহ শেষে স্থাপিত হয়। সেই জন্য গর্ত ঐ [ উদরমধ্য ] হইতে অধোমুখ হইয়া জাত হয়। ইহাতে যজমানের পুনর্জন্ম ঘটে। যে ইহা জানে, সে প্রজাস্বারা ও পশুদ্বারা জন্মলাভ করে। এই যে নিবিংসমূহ, ইহার উকৃথসকলের অলঙ্কারস্বরূপ।ই সেইজন্য প্রাতঃসবনে উহাদিগকে পূৰ্ব্বে স্থাপন করা হয় ; কেন না, বয়নের পূৰ্ব্বেই বস্ত্রকে অলস্কৃত করা হয়। মাধ্যন্দিন সবনে উহাদিগকে মধ্যে স্থাপন করা হয় ; কেন না, বস্ত্রেরও মধ্যস্থলে অলঙ্কার দেওয়া হয় । আর তৃতীয় সবনে তাহাদিগকে শেষে স্থাপন করা হয় ; কেন না, বস্ত্রেরও শেষভাগে অলঙ্কার দেওয়া হয়। যে ইহা জানে, তাহার যজ্ঞের সমস্ত ভাগই অলঙ্কার দ্বারা শোভা পায় । (১) “অগ্নির্দেবেছ;” ইত্যাদি মন্ত্ৰসকল। পূৰ্ব্বে দেখ। (২) ভিন্ন বর্ণের তন্তু বিদ্যাস করিয়া বস্ত্রের অলঙ্কার সাধিত হয়। এ স্থলে সবনকে বন্থের সহিত উপমিত कब्रिड्रा निदि९एक ऊांश्ॉब्र जलशॉब्र दल ह्हेण ।