পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৩১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় পঞ্চিক • ১৩শ অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ - ՖԵ :) অগ্নির নিকট ফিরিয়াছিল। সেই হেতু অস্থাপি লোকে সীতাৰ্ত্ত হইলে ] অগ্নির নিকট ফিরিয়া থাকে। প্রজাপতি বলিলেন, এই “জাত” ( কৃষ্ট ) প্ৰজাগণ অগ্নির সাহায্যে “বিত্ত” ( লব্ধ) হইয়াছে। তিনি ষে বলিয়াছেন, এই জাত প্ৰজাগণ [ অগ্নির ] সাহায্যে বিত্ত হইয়াছে, ইহাতেই ঐ স্বত্ত “জাতবেদার” (অগ্নির ) সম্বন্ধযুক্ত श्ल ; ইহাই জাতবেদার জাতবেদস্তু। দীপ্যমান প্রজাগণ অগ্নি কর্তৃক বেষ্টিত ও অবরুদ্ধ হইয়া শোক করিতে করিতে সেইখানেই অবস্থিত হইল। প্রজাপতি তাহাদিগকে জল দ্বারা অভিষিক্ত করিলেন। সেই জন্য জাতবেদার উদিষ্ট স্থক্তের পরে আপোহিষ্ঠীয় ঋকৃত্ৰয় পাঠ করা হয়। সেই জন্য শান্তিপ্রার্থী হোত। ঐ ঋকৃত্ৰয় পাঠ করিবেন। সেই প্ৰজাগণকে জল দ্বারা অভিষিক্ত করিয়া প্রজাপতি তাহাদিগকে আপনার বলিয়া মনে করিলেন। তৎপরে তিনি বুধ অহি দ্বারা (তন্নামক দেবতা দ্বার। )৩ পরোক্ষভাবে (গোপনে ) সেই প্রজাসমূহে তেজ আধান করিয়াছিলেন । এই a rigপত্য অগ্নি, ইনিই “অহিবুর্ধ্যঃ”। এতদ্বারা গার্হপত্য অগ্নির সাহায্যেই সেই asাগণে পরোক্ষভাবে তেজ আধান করা হইল। সেই জন্ত বলা হইয়াছে যে, হোমরহিত ব্যক্তি অপেক্ষা হোমকারী ব্যক্তি অতিশয় শ্রেষ্ট । (>) “প্রতবাসীং নব্যসৗং” ইত্যাদি প্রথম মগুলের ১৪৩ সূক্ত । (২) “আপো ছি ঠ। ময়োভূবত্বা ন উর্জে দধাতন। মহেরণায় চক্ষসে।” ইত্যাদি ঋকত্ৰয়। ১৯৯১-৩। (৩) অহিবুধাঃ অগ্নিবিশেষের নাম । (সায়ণ ) শস্ত্রান্তর্গত “উত নোহহিনূর” (৬৫-১৪ ) এই মন্ত্র পাঠের প্রশংসাৰ্থ এই আখ্যায়িকা । ত্রয়োদশ খণ্ড—আগ্নিমারুত শস্ত্র আগ্নিমারুত শস্ত্রের অন্তর্গত অন্যান্য মন্ত্রের বিধান—“দেবানাং পত্নীঃ...শংস্তব্যম্” গৃহপতি অগ্নির পশ্চাৎ ‘দেবানাং পত্নী” ইত্যাদি। ঋকয় ] পাঠ করা হয়। সেই জন্য পত্নী যজ্ঞশালাতে ] গার্হপত্য অগ্নির পশ্চাতে বসেন।২ এ বিষয়ে [ ব্রহ্মবাদীরা ] কেহ কেহ বলেন, [ দেবপত্নীদের ] পূৰ্ব্বে রাকার छेकिल्ले ঋক্ পাঠ করিবে ? [ দেবগণের ] ভগিনীর উদ্দেশেই সোমপানের প্রথমাংশ বিধেয়। কিন্তু এ মত আদরণীয় নহে। পূৰ্ব্বে দেবপত্নীগণের উদিষ্ট ঋকৃ পাঠ কৰ্ত্তব্য। এই যে গার্হপত্য অগ্নি, ইনিই পত্নীগণে রেতঃ আধান করেন। এস্তস্থার গার্হপত্য অগ্নির সাহায্যেই পত্নীতে প্রত্যক্ষভাবে রেতঃ আধান করা হয়। তাহাতে প্রজোৎপত্তি ঘটে। ৰে ইহ জানে, সে প্রজাৰায় ও পশু দ্বারা উৎপন্ন হয়। আর ८ञई छछद्दे নহtার ভগিনীকে পরে দরজাতা পত্নীর অল্পজীবিনী श्हेब्रा चौबिउ षाकिएउ एव ।