পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৩২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

EEP রামেন্দ্রম্বন্দর রচনাসমগ্র দ্বারা স্তর করিয়াছিলেন। স্বত হইয়া অগ্নি ঠাই দিগকে স্বর্গে ] বাইতে দিয়াছিলেন ; তাহারাও যথাস্থানে গমন করিয়াছিলেন। [ তার পর ] রুদ্রগণ অগ্নি নিকট আসিলেন ও র্তাহাকে বলিলেন, [ তোমাকে ] অতিক্রম করিয়া আমাদিগকে স্বগে ঘাইতে দাও, আমাদিগের জন্য পথ কর। তিনি বলিলেন, স্তব না করিলে আমি [ দ্বার ] ছাড়িব না, শীঘ্র আমার স্তব কর । তাহাই করিব বলিয়া তাহারা অগ্নিকে পঞ্চদশ স্তোমম্বারা স্তব করিলেন। স্তুত হইয়া অগ্নি তাহাদিগকে যাইতে দিলেন। তাহারাও যথাস্থানে গমন করিলেন। [ তখন ] আদিত্যগণ অগ্নির নিকট আসিলেন। তাহারা ইহাকে বলিলেন, [ তোমাকে ] অতিক্রম করিয়া আমাদিগকে স্বর্গে ] যাইতে দাও, আমাদের জন্য পথ কর । তিনি বলিলেন, স্তব না করিলে আমি [ দ্বার ] ছাড়িব না, শীঘ্র আমার স্তব কর । তাহাই করিব বলিয়া তাহারা অগ্নিকে সপ্তদশ স্তোমস্বারা স্তব করিয়াছিলেন । স্তুত হইয়া তিনি র্তাহাদিগকে যাইতে দিলেন। তাহারাও যথাস্থানে গমন করিলেন। [ তখন ] বিশ্বদেবগণ অগ্নিৰ নিকট আসিলেন। র্তাহারা ইহাকে বলিলেন, [ তোমাকে ] অতিক্রম করিয়া আমাদিগকে [ স্বর্গে ] যাইতে দাও, আমাদের জন্য পথ কর । তিনি বলিলেন, স্তব না করিলে আমি [ দ্বার ] ছাড়িব না, শীঘ্র আমার স্তব কর । তাহাই করিব বলিয়া তাহারা একবিংশ স্তোম দ্বারা অগ্নির স্তব করিলেন। স্তুত হইয়া অগ্নি তাহাদিগকে যাইতে দিলেন, তাহারাও যথাস্থানে গমন করিলেন। [ এইরূপে ] দেবগণ এক একটি [ ত্রিবৃৎ, পঞ্চ শ, সপ্তদশ, একবিংশ ] স্তোম দ্বারা অগ্নির স্তব করিয়াছিলেন এবং স্তুত হইয়া অগ্নি তাহাদিগকে যাইতে দিয়াছিলেন। তাহারাও যথাস্থানে গমন করিয়াছিলেন। এই হেতু যে ব্যক্তি যাগ করে, সে এই সকল ( ঐ চারিটি ) স্তোম দ্বারা অগ্নির স্তব করিয়া থাকে। যে ব্যক্তি অগ্নিষ্ট্রোমকে ঐ রূপ বলিয়া জানে, তাহাকে [ স্বর্গে ] ঘাইতে দেওয়া হয়। যে ইহা জানে, তাহাকেও স্বৰ্গলোকের অভিমুখে যাইতে দেওয়া হয়। পঞ্চম খণ্ড—অগ্নিষ্টোম অগ্নিষ্টোম ও জ্যোতিষ্টোম, এই নামের ব্যুৎপত্তি, যথা—“স বা এষ তেনেতি” এই ষে অগ্নিষ্টোম, ইনিই সেই অগ্নি । [ দেবগণ স্তোম দ্বারা ] তাহার স্তব করিয়াছিলেন, সেই জন্য উহা অগ্নিস্তোম। সেই অগ্নিস্তোমকেই পরোক্ষ নামে অগ্নিষ্টোম বলিয়া ডাকা হয়? কেন না, দেবগণ পরোক্ষ নাম ভাল বাসেন। দেবচতুষ্টয় ( বন্ধগণ, রত্রগণ, আদিত্যগণ ও বিশ্বদেবগণ) ৰে চারিটি স্তোম দ্বার। ի