পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৩২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় পঞ্চিক : ১৫শ অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ ३ ● ॐ (১) অগ্নিষ্ট্রোমের সবনঞ্জয় একদিনেই অনুষ্ঠিত হয়। (২) স্থধ্য প্রকৃতপক্ষে অস্ত যান না। এক স্থানে রাত্রি হইলে অন্যত্র তখন দিন হয়, ইহাই তাৎপৰ্য্য। মূলে SBBBS L SBBBBS BBB S BBB BB BBBBBBSBBBBS B BB BBB রাজিমেব কুরুতে পরস্তাং আগামিনি দেশে অহং কুরুতে । ব্রাহ্মণমধ্যে এই বৈজ্ঞানিক তত্ত্ব বিশেষ আদরণীয়। পঞ্চদশ অধ্যায় প্রথম খও—ইষ্টিসমূহ দেবগণ কর্তৃক যজ্ঞলাভ সম্বন্ধে আখ্যায়িকা, যথা—“যজ্ঞে বৈ’ছন্দোভিশ” একদা যজ্ঞ ভক্ষ্য অন্ন সমেত দেবগণের নিকট হইতে চলিয়া গিয়াছিলেন । দেবগণ বলিলেন, যজ্ঞ ভক্ষ্য অন্ন সমেত আমাদের নিকট হইতে চলিয়া গিয়াছেন, এই যজ্ঞের অহুসরণ করিয়া আমরা অশ্নেরও অন্বেষণ করিব । র্তাহার। বলিলেন, কিরূপে অন্বেষণ করিব ? ব্রাহ্মণদ্বারা ও ছন্দোদ্বারা [ অন্বেষণ ] করিব। এই বলিয়া তাহারা [ যজমানরূপী ] ব্রাহ্মণকে ছন্দোদ্বার। দীক্ষিত করিয়াছিলেন ও র্তাহার [ দীক্ষণীয়েষ্টি ] যজ্ঞকে সমাপ্তি পর্য্যস্ত বিস্তৃত করিয়াছিলেন ; অপিচ [ দেব- ] পত্নীগণেরও সংষাজ করিয়াছিলেন। সেই হেতু এখনও দীক্ষণীয়। ইষ্টতে যজ্ঞকে সমাপ্তি পৰ্য্যস্ত বিস্তৃত করা হয় ও [ দেব- ] পত্নীগণেরও সংষাজ করা হয় । [ দেবগণকৃত ] সেই কৰ্ম্মের অনুসরণ করিয়1[ মকুন্যেরাও ] তদ্রুপ করিয়া থাকে। তার পর তাহারা প্রায়ণীয় কৰ্ম্মের বিস্তার করিয়াছিলেন ; প্রায়ণীয় বৰ্ম্ম দ্বারা তাহারা যজ্ঞকে অত্যন্ত নিকটে আনিয়া অনুষ্ঠান করিয়াছিলেন। তাহারা অত্যন্ত জ্বর করিয়া কৰ্ম্মসকল সম্পাদন করিয়াছিলেন ও সেইপ্রায়ণীয় কৰ্ম্মকে শংযু কৰ্ম্ম দ্বার। সমাপ্ত করিয়াছিলেন। সেই হেতু অদ্যাপি প্রায়শীয় শংযু কৰ্ম্মেই সমাপ্ত করা হয়। [ দেবগণকৃত ] কৰ্ম্মের অনুসরণ করিয়া [ মন্থক্টেরাও ] তদ্রুপ করিয়া থাকে। [ তৎপরে ] তাহারা আতিথ্য কৰ্ম্মের বিস্তার করিয়াছিলেন ; আতিথ্য স্বার। র্তাহারা যজ্ঞকে অত্যন্ত নিকটে আনিয়া তাহা অনুষ্ঠান করিয়াছিলেন। তাহার অত্যস্ত ত্বরা করিয়া কৰ্ম্মসকল সম্পাদন করিয়াছিলেন ও ইড়াকৰ্ম্মে [ আতিথ্যকে ] সমাপ্ত করিয়াছিলেন। সেই হেতু অস্থাপি আতিথ্য কৰ্ম্ম, ইড়া দ্বারা সমাপ্ত করা হয়। [ দেবগণকৃত ] কৰ্ম্মেয় অনুসরণ করিয়া [ মন্থকেরাও ] তদ্রুপ করিয়া থাকে। [ তৎপয়ে ] তাহারা উপসখ-সমূহের বিস্তার করিয়াছিলেন ; উপসংসকল দ্বারা সেই যজ্ঞকে অত্যন্ত নিকটে আনিয়া অনুষ্ঠান করিয়াছিলেন। তাহার। অত্যন্ত ভয়া