পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৩৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

● রামেজন্বন্দর রচনাসমগ্র করে, সে উভয়ের উদ্দেশেই হব্য দান করিবে। কিন্তু ষে [ ধনের ] অন্বেষণ করে, তাহার পক্ষে সেরূপ করিবে না। যদি [ ধনের ] অন্বেষণকারীর পক্ষে উভয়ের উদ্দেশে হস্য দেওয়া হয়, তাহা হইলে দেবগণ তাহার ধনে অসন্তুষ্ট হইতে পারেন ; কেন না, সেই ব্যক্তি কেবল আপনার স্বার্থ ই চিন্তা করিয়াছে। গোপালের পুত্ৰ শুচিবৃক্ষ (তন্নামক ঋত্বিকৃ ) অভিপ্রতারীর পুত্র বৃদ্ধদ্ব্যয়ের ( তন্নামক যজমানের ) পক্ষে সেই উভয়ের ( দেবীগণের ও দেবিকাগণের ) উদ্দেশে যজ্ঞে হব দান করিয়াছিলেন । র্তাহার পুত্র রথগৃৎসকে [ জলে ] অবগাহন করিতে দেখিয়া শুচিবৃক্ষ বলিয়াছিলেন, আমি এই রাজপ্তের ( ক্ষত্রিয়ের ) পক্ষ হইয়। এইরূপে দেবিকাগণ ও দেবীগণ উভয়কে যজ্ঞে সম্যকৃরূপে তৃপ্ত করিয়াছিলাম, তজ্জন্যই [ অদ্য ] ইহার এই [ পুত্র ] র গৃংস এইরূপে অবগাহন করিতেছে। [ তিনি ত দ্ব্যতীত ] আরও চৌষটি জন সৰ্ব্বদা-কবচধারী লোক দেখিয়াছিলেন। তাহারাও সেই রাজন্যের পুত্র ও পৌত্র। পঞ্চম খণ্ড—উকৃথ্য ক্রতু জ্যোতিষ্টোম যজ্ঞের সাতটি সংস্থা—অগ্নিষ্টোম, অত্যগ্নিষ্টোম, উকৃথ্য, ষোড়শী, বাজপেয়, অতিরাত্র, অপ্তে:র্যাম। তন্মধ্যে মপ্লিটোমে হোতার কৰ্ত্তব্য বর্ণিত ও ব্যাখ্যাত হইল। তৎপরে উকৃথ্য, ষোড়শী ও অতিরাত্রের বিষয়ও বর্ণিত হইবে। এক্ষণে উকৃথ্যের সম্বন্ধে বর্ণনা হইতেছে, যথা—“অগ্নিষ্ট্রোমং বৈ.অশ্বেন” দেবগণ অগ্নিষ্টোমের ও অম্বরগণ উকৃথসমূহের আশ্রয় লইয়াছিলেন। র্তাহার। উভয়ে ] সমানবীৰ্য্যই হইলেন। দেবগণ অস্বরদিগকে হঠাইতে পারেন নাই। ঋষিদের মধ্যে ভরদ্বাজ তাহাদিগকে দেখিয়া বলিলেন, এই অক্ষরগণ উকৃথসমূহের জাপ্রয় করিয়াছে, ইহাঙ্গের ( দেবগণের ) মধ্যে কেহই তাহাদিগকে দেখিতে পাইতেছে না। এই বলিয়া তিনি “এহা মুত্রবাণি তেহগ্ল ইখেতর গিরঃ”—১ অহে অগ্নি, তুৰি আইস, তোমার শোভন কাৰ্য্য আমি কহিব, তদ্ভিন্ন অন্য বাক্য এইরূপে কহিব ]– এই মন্ত্রে অগ্নিকে উচ্চে আহবান করিয়াছিলেন। ঐ মন্ত্রে “ইতরা গিরঃ”-অম্ভ বাক্য—অস্বরগণের বাক্য । সেই অগ্নি তাহার সমীপে উপস্থিত হইয়া বলিলেন, এই বৃদ্ধ দীর্ঘ পালিত [ ঋষি ] আমাকে কি বলিতে চাহেন ? ভরদ্বাজই কুশ, দীর্ঘ ও পলিত ছিলেন। তিনি বলিলেন, এই অস্বরের উকৃথ সমূহের আশ্রয় লইয়াছে তাহাদিগকে তোমাদের কেহই দেখিতে পাইতেছে না। তথম অগ্নি অশ্ব হইয়৷ সেই অক্ষরদিগের অভিমুখে দৌড়িয়াছিলেন। অগ্নি ৰে অশ্ব