পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৩৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় পঞ্চিকা ঃ ১৫শ অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ રહ ૧ হইয়া তাহাজের অভিমুখে দৌড়িয়াছিলেন, সেই হেতু ঐ [ পূৰ্ব্বাক্ত ] মন্ত্র সাকমশ্ব নামক সামে পরিণত হইল । ইহাই সাকমশ্বের সাকমশ্বত্ব । সেই জন্য বলা হয়, সাকমশ্ব দ্বারা উকৃথসকলের প্রণয়ন করিবে। যাহা সাকমশ্ব হইতে ভিন্ন নামে প্রণীত হয়, সেই সকল উকৃথ যেন অপ্রণীতই থাকে ।২ প্রমংহিষ্ঠীয় সাম দ্বারাও প্রণয়ন করিবে, ইহাও বলা হয়। কেন না, দেবগণ প্রমংহিষ্ঠীয় সাম দ্বারাও অস্বরদিগকে উকৃথসমূহ হইতে নিরাকৃত করিয়াছিলেন।৩ সেই জন্য বলা হয়, প্রমংহিষ্ঠীয় দ্বারা অথবা সাকমশ্ব দ্বারা [ উকৃথসমূহ ] প্রণয়ন করিবে । (১) ৬,১৬১৬ । (২) “এহু মুত্রবাণি তে” ইত্যাদি ঋক্ হইতে উৎপন্ন দামের নাম সাকমশ্ব সাম । ( সামসং, ২৫৫ ) | ‘স্বয়ং অশ্বাকারে ভূত্বা তৈরস্করৈঃ সাকং যুদ্ধং কৃত্বা জিতবান তন্মাদস্ত সামঃ সাকমখমিতি নাম সম্পন্নম্ (সায়ণ ) । (৩) “প্রমংহিষ্ঠায় গায়ত” ( ৮১০৩৮ ) ইত্যাদি মন্ত্র হইতে উৎপন্ন সামের নাম প্রমংহিষ্ঠীয় সাম। ( সামসং, ২২২৮ ) । ষষ্ঠ খণ্ড-চউকৃথ্য ক্রতু উকৃথ্য ক্রতু অগ্নিষ্ট্রোমেরই বিকৃতি। অগ্নিষ্ট্রোমের সকল অনুষ্ঠানই ইহাতে বিহিত । কয়েক স্থলে অল্প বিভেদ আছে মাত্র। অগ্নিষ্ট্রোমে সবনত্রয়ে শস্ত্রসংখ্যা বারটি ; উকৃথ্যে সবনত্রয়ে শস্ত্রসংখ্যা পোনেরটি। এই যজ্ঞে অগ্নিষ্টোমে বিহিত শস্ত্রসমুদয় যথাবিধি পাঠ করিয়া তৃতীয় সবনে তিনটি অতিরিক্ত শস্ত্রের পাঠ করিতে হয়। মৈত্রাবরুণ,ব্রাহ্মণাচ্ছংসী ও অচ্ছাবাক যথাক্রমে এই তিন শস্ত্র পাঠ করেন। উক্ত শস্ত্রত্ৰয়ে স্থজবিধান, যথা— “তে বা অস্বরাessয এবং বেদ*। cসই অস্বরের মৈত্রাবরণের উকৃথ (শস্ত্র ) আশ্রয় করিয়াছিল। সেই ইন্দ্র [ অন্ত দেবগণকে ] বলিলেন, [ তোমাদের মধ্যে ] কে আমার সহিত আসিয়া এই অস্থরদিগকে এ স্থান হইতে নিরাকৃত করিবে ? বরুণ বলিলেন, আমি করিব। সেই জন্ত মৈত্রাবরু৭ (তন্নামক ঋত্বিকৃ) ইন্দ্র-বরুণ-দৈবত হুক্ত তৃতীয় সবনে পাঠ করেন।: ওয়ার ইন্দ্র ও বরুণ অমুরদিগকে সেখান হইতে নিরাকৃত করিয়া থাকেন। 彎 সেখান হইতে নিরাকৃত হইয়া অস্বরের ব্রাহ্মণাচ্ছংসীয় উকৃথ আশ্রয় করিয়াছিল। সেই ইন্দ্র বলিলেন, কে আমার সহিত আসিয়া ইহাদিগকে এখান হইতে নিরাকৃত করিবে ? বৃহস্পতি বলিলেন, আমি করিব। সেই জন্ত ব্ৰাহ্মণাচ্ছংগী তৃতীয় সবনে