পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৩৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২৮ রামেন্দ্রস্বন্দর রচনাসমগ্র ভাসিয়া বেড়ায়, ইহাতেও সেইরূপ ঘটে। যে সত্রাঙ্গুষ্ঠায়ীরা এই দুই সামকেই পরিত্যাগ করে, তাহারাও এ-তীর ও-তীর ভাসিয়া বেড়ায় । তন্মধ্যে যদি রথন্তরকে পরিত্যাগ করা যায়, তাহা হইলে বৃহতের [ গান ] দ্বারাই দুইটি অপরিত্যক্ত থাকে, আর যদি বৃহৎকে পরিত্যাগ করা হয়, তাহা হইলে রথগুরের [ গান ] দ্বারাই দুইটি অপরিত্যক্ত থাকে। যাহা রথগুর, তাহাই বৈরূপ ; যাহা বৃহৎ, তাহাই বৈরাজ ; যাহা রথগুর, তাহাই শাক্কর ; যাহা বৃহৎ, তাহাই রৈবত অতএব ঐ দুই সাম ( রথস্তর ও বৃহৎ ) পরিত্যাগ করিবে না। তৎপরে চতুৰ্ব্বিংশাহ অনুষ্ঠানের প্রশংস, যথা—“যে বৈ:পারমস্ত তে” যাহার। ইহা জানিয়া ঐ চতুৰ্ব্বিংশাহ অনুষ্ঠান করে, তাহারা দিনক্রমে, অৰ্দ্ধমাসক্রমে, মালক্রমে সংবৎসরসত্র প্রাপ্ত হয় এবং স্তোমসকল ও ছন্দঃসকল প্রাপ্ত হয় এবং সকল দেবতাকে প্রাপ্ত হইয়া তপস্ত অনুষ্ঠান-পূৰ্ব্বক সোমপীথভক্ষণ দ্বার। ( সোমপান দ্বারা ) সংবৎসর ব্যাপিয়া সোমের অভিষব করিতে সমর্থ হয়। যাহারা [ সংবৎসরসত্রের উত্তরপক্ষেও ] এই [ চতুৰ্ব্বিংশাহ ] হইতে [ আরম্ভ করিয়৷ পূৰ্ব্বপক্ষের ক্রমাস্থসারে ] উৰ্দ্ধমুখে অনুষ্ঠান করে, তাহারা গুরু ভারই [ আপনার উপর ] স্থাপন করে ; সেই গুরু ভার [ ভারবাহককে ] বিনাশ করে } পক্ষাস্তরে যে [ পূৰ্ব্বপক্ষে ] ক্রমাঙ্গুষ্ঠিত কৰ্ম্ম দ্বারা উঠিয়া সত্ৰকে পাইয়া, পরে (উত্তরপক্ষে ) [ বিপরীতক্রমে অনুষ্ঠিত কৰ্মদ্বারা ] নামিয়া আসে, সেই ব্যক্তি স্বস্তিতে সংবৎসরসত্রের পার লাভ করে ॥৫ (১) “ত্বামিদ্ধি হবামহে” (৬৪৬১ ) এই ঋকৃ হইতে উৎপন্ন সামের নাম বৃহৎ । “অভি জ্বা শূর নোন্থম” ( ৭৩৩২২) এই ঋক্ হইতে উৎপন্ন সামের নাম রথন্তর। (২) যজ্ঞকে সমুদ্রের সহিত উপমিত করা হইল। যথা শ্রত্যন্তরে—“সমুদ্রং বা এতে প্লবস্তে যে সংবৎসরমুপযস্তি”। সংবৎসরস্ত্র সমুদ্রস্বরূপ। (৩) অর্থাৎ উভয়ের মধ্যে একের অনুষ্ঠানে উভয়ের ফল পাওয়া যায়। (৪) পৃষ্ঠ্য ষড়হের ছয় দিনে পৃষ্ঠন্তোঞ্জ গীত হয়। ছয় দিনের পৃষ্ঠস্তোত্রে-ছয়টি সাম যথাক্রমে রথন্তর, বৈরূপ, বৃহৎ, বৈরাজ, শঙ্কর, রৈবত । “ত্বামিদ্ধি হবামহে” ( ৬।৪৬১ ) ঋকৃ হইতে রথগুর, “যদন্তাব ইন্দ্র তে শতম্” (৮৭০le ) হইতে বৈরূপ, “অভি ত্ব। পূৰ্ব নোকুমঃ” (৭৩৩২২) হইতে বৃহৎ, “পিব সোমমিন্দ্র মনতু ত্বা” ( ৭২৩১) হইতে বৈরাজ, “প্রোন্ধন্মৈ পুরোয়ুথ (১•১৩৩১) হইতে শকির, এবং “রেবতীর্ণ সধমানে” (১।৩।১৩) হইতে রৈবত সাম উৎপন্ন। এই ছয়টির মধ্যে রথগুরে বৈরূপের ও শাকরের ফলপ্রাপ্তি এবং বৃহতে বৈরাজের ও রৈবতের ফলপ্রাপ্তি ঘটিতে পারে। অতএব ঐ দুই প্রধান সাম অপরিত্যাজ্য । দুইটিকে যুগপৎ পরিত্যাগ করিবে না। দুয়ের মধ্যে একটিকে