পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৩৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ পঞ্চিকা ঃ ১৭শ অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ २३> প্রয়োগ করিবে। (৫) সংবৎসরপত্রের দুই পক্ষ,—বিষুবদিনের পূর্বে ছয় মাস পূর্বপক্ষ, বিষুবদিনের পরে ছয় মাস উত্তরপক্ষ। পূৰ্ব্বপক্ষের অনুষ্ঠানগুলি পর পর সমাধা করিয়া বিষুবদিনে উঠতে হয় ; তৎপরে উত্তরপক্ষে বিপরীতক্রমে সেই সেই অনুষ্ঠান সমাধা করিয়া বিষুবদিন হইতে ক্রমশঃ নামিতে হয়। যে ব্যক্তি উত্তরপক্ষেও পূর্বপক্ষের ক্রম অনুসরণ করে, সে গুরুভারে পীড়িত ও বিনষ্ট হয়। অষ্টম খণ্ড—গবাময়ন চতুৰ্ব্বিংশাহে পঠিত নিস্কেবল্যশস্ত্রসম্বন্ধে বিশেষ বিধি—“ষদ্বৈ চতুবিংশং. এবং বেদ” চতুবিংশ দিবস ঘেরূপ, মহাত্ৰত দিবসও সেইরূপ। এই চতুৰ্বিবংশে হোতা বৃহন্ধিব দ্বারা যে রেতঃ সেক করেন,সেই রেতঃ মহাব্ৰতীয় দিবসে সংবৎসরমধ্যে সস্তান জন্মায়। সিক্ত রেতঃ সংবৎসরমধ্যেই সস্তানরূপে জন্মে। সেই জন্য বৃহন্দিবদ্বারা নিস্কেবল্য [ উভয় দিবসে ] সমান হয় ৩ যে ইহা জানিয়া চতুবিংশ অনুষ্ঠান করে, সে প্রথমার্দ্ধে [ আরোহক্রমে ] কৰ্ম্ম কুষ্ঠানদ্বারা সত্ৰকে পাইয়া পরাদ্ধেও [ অবরোহক্রমে ] সত্রকে পাইয়া থাকে । যে ইহা জানে, সে স্বস্তিতেই সংবৎসরের পার লাভ করে। সংবৎসরের আদিতে ও অস্তে দুই অতিব্লত্রের বিধান, যথা—“যে বৈ এবং বেদ” যে সংবৎসরের এ-পার এবং ও-পার জানে, সেই স্বস্তিতে সংবৎসরের পার গমন করে। প্রায়ণীয় ( আরম্ভে অকুষ্ঠেয় ) অতিরাত্র ইহার এ পরি ; উদয়নীয় ( অন্তে অমৃষ্ঠেয় ) অতিরাত্র উহার ও পার। যে ইহা জানে, সে স্বস্তিতেই সংবৎসরের পার গমন করে। যে সংবৎসরের অবরোধন ( প্রাপ্তিব উপায় ) এবং উদ্রোধন ( ভ্যাগের উপায় ) জানে, সেও স্বস্তিতে সংবৎসরের পার গমন করে P প্রায়ণীয় অতিরাত্র ইহার অবরোধন ও উদয়নীয় অতিরাত্র ইহার উদ্রোধন। যে ইহা জানে, সে স্বস্তিতে সং বৎসরের পার গমন করে । ষে সংবৎসরের প্রাণ এবং উদান জানে, সেই স্বস্তিতে সংবৎসরের পার গমন করে। প্রায়ণীয় অতিরাত্র উহার প্রাণ ও উদয়নীয় অতিরাত্র উহার উদান । যে ইহা জানে, সে স্বস্তিতেই সংবৎসরের পার গমন করে । (১) গবাময়নের পূর্বপক্ষ ও উত্তরপক্ষ পরস্পর বিপরীত। সত্রের আঙ্গিত ও অস্তে অতিরাত্র। স্বাস্ত অতিয়াত্রের পরদিন যেমন চতুৰ্ব্বিংশ, অস্ত্য অতিয়াত্রের পূর্বদিন সেইরূপ মহাব্ৰত। (২) “তদিদাস ভুবনেষু জ্যেষ্ঠমূ” ইত্যাদি ছুক্তের ( ১• মওল, ১২• স্থঙ্ক ) নাম বৃহদিব যুক্ত। উক্ত স্থত চতুৰ্ব্বিংশ ও মহাত্ৰত উভয় বিলে