পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৩৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম খণ্ড—গবাময়ন বিষুবাহের প্রশংসা—“যথা বৈ পুরুষঃ-“য এবং বে।” পুরুষ (মহন্ত ) ধেমন, বিষুবাহও তেমনই। পুরুষের { দেহের ] যেমন দক্ষিণাৰ্দ্ধ, বিষুবের সেইরূপ [ ষণালব্যাপী ] পূৰ্ব্বাৰ্দ্ধ ; পুরুষের যেমন বামাদ্ধ, বিষুবের তেমনই [ ষন্মাসব্যাপী ] উত্তরাদ্ধ ; এবং সেই জন্যই বিষুবের পরবর্তী ভাগের ] নাম উত্তর । [ দেহের ] বাম ও দক্ষিণ ভাগের মধ্যে মস্তকের মত বিষুব অবস্থিত। পুরুষের দেহ ( বাম ও দক্ষিণ ) উভয়াদ্ধের সন্ধিযুক্ত, সেই জন্য মস্তকের মধ্যে সীবনরেখা ( নরকপালের দুই পাশ্বের অস্থির সংযোগচিহ্ন ) দেখা যায়। এ বিষয়ে [ ব্রহ্মবাদীরা ) বলেন, বিষুবদিনেই (বিষুব-সংক্রাস্তির দিনেই ) এই [ বিষুবাহে অমৃষ্ঠেয় ] শস্ত্র পাঠ করিবে। উকৃথসকলের মধ্যে ষ্টহাই বিষুবস্বরূপ। এই শস্ত্রকেই বিযু বলে। যজমানেরাও ইহাতে বিষুবান হয় ও শ্রেষ্ঠতা প্রাপ্ত হয়। কিন্তু এ মত আদরণীয় নহে। সংবৎসরসত্রেই এই শস্ত্র পাঠ করিবে ।” তাহ। করিলে সংবৎসর ব্যাপিয়া রেতোধারণ করিয়া অনুষ্ঠান করা হইবে। যে রেতঃ সংবৎসর অপেক্ষা অল্প কালে [ সন্তানরূপে ] জন্মায়, যাহা পঞ্চ মাস মাত্র বা ছয় মাস BBB SBBB S BBBBS BBSBBS BB BDDS BB BBDD SBBBSBBBB ফল ] পাওয়া যায় না। পক্ষাস্তরে যাহা দৃশ মাস থাকিয়৷ জন্মায়, যাহা সংবৎসর ধরিয়া থাকে, তাহাতেই ফল পাওয়া যায়, সেই জন্য সংবৎসর ব্যাপিয়াই ঐ [ বিষুবাহে বিহিত ] শস্ত্র পাঠ করিবে। সংবৎসরেই সেই অনুষ্ঠান হইয়া থাকে। এই যজমান সংবৎসর দ্বারাই পাপ নাশ করে এবং বিষুব দ্বারাও পাপ নাশ করে । [ সংবৎসরের ] অঙ্গস্বরূপ মাসসমূহ দ্বারা ও মস্তকস্বরূপ বিষুব দ্বারা পাপ নাশ করে। যে ইহা জানে, সে সংবৎসর দ্বারা পাপ নাশ করে | মহাৱত দিনে সবনীয় পশুর স্থানে বিশ্বকৰ্ম্মর উদিষ্ট উভয় পার্থে উভয় বর্ণযুক্ত বৃষভ আগম্ভনযোগ্য ; অতএব ঐ দিনে ] উহারই অালম্ভন করিবে । ইন্দ্র বৃত্রকে হত্যা করিয়া বিশ্বকৰ্ম্ম হইয়াছিলেন। প্রজাপতি প্রজা স্বষ্টি করিয়া বিশ্বকৰ্ম্ম হইয়াছিলেন। সেই বিশ্বকৰ্ম্ম। সংবৎসরস্বরূপ। এতদ্বীরা সংবৎসরব্যাপী ইন্দ্র ও সংবৎসররূপী প্রজাপতি, এই [ উভয়বিধ ] বিশ্বকৰ্ম্মাকেই প্রাপ্ত হওয়া যায়। ষে ইহা জানে, সে সত্রাবসানে সংবৎসররূপী ইন্দ্র ও সংবৎসররূপী প্রজাপতি, এই [ উভয় ] বিশ্বকৰ্ম্মাতেই প্রতিষ্ঠিত হয়। (১) বিষুবসংগতির দিনে না পড়িয়া সংবৎসর সত্রের দিনে।