পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৩৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পঞ্চিক। একবিংশ অধ্যায় প্রথম খণ্ড—দ্বাদশাহ–নবরত্র নবরাত্রের অন্তর্গত তৃতীয়াহের নিরূপণ, যথা—“বিশ্বে বৈ দেবী “অচ্যুতঃ” বিশ্বদেব দেবতাগণ, সপ্তদশ স্তোম, বৈরূপ সাম ও জগতী ছন্দ তৃতীয়াহ নিৰ্বাহ করেন। যে ইহা জানে, সে যথোচিত দেবতা, স্তোম, সাম ও ছন্দ দ্বার সমৃদ্ধ হয় । যে মন্ত্রের সমাপ্তি সমান, তাহাই তৃতীয়াহের লক্ষণ। আর যহি অশ্বশব্দযুক্ত, অস্তশব্দযুক্ত, যাহা পুনৰ্ব্বার আবৃত্ত হয়, যাহা [ কোন অক্ষর বা চরণ ] পুনঃ পুন: পঠিত হওয়ায় নৰ্ত্তন-লক্ষণযুক্ত, যাহা রমণার্থক-শব্দযুক্ত, যাহা পৰ্য্যাস-শব্দযুক্ত, যাহা ত্রিশব্দযুক্ত, অস্তশব্দযুক্ত, যাহার শেষ চরণে দেবতার নাম আছে ও যাহাতে স্বৰ্গলোকের উল্লেখ আছে, যাহ। বৈরূপ সামের ও জগৰ্তী ছন্দের সম্বন্ধযুক্ত, যাহাতে অতীত ক্রিয়ার প্রয়োগ আছে, এই সকল মন্ত্রই তৃতীয়াহের লক্ষণ । “যুক্ষ হি দেবহুত ম’। অশ্ব অগ্নে রথীরিব”১ ইত্যাদি যুক্ত তৃতীয়াহের আজ্যশস্ত্র হয়। দেবগণ তৃতীয়াহ দ্বারা স্বৰ্গলোকে গিয়াছিলেন ; অস্বরগণ ও রাক্ষসগণ র্তাহাদের পশ্চাতে গিয়া নিবারণ করিয়াছিল । তোমরা বিরূপ ( কদাকার ) হও, তোমরা বিরূপ হও, এই বলিয়া দেবগণ নিজ রূপেই [ স্বর্গে ] গিয়াছিলেন। তোমরা বিরূপ হও, তোমরা বিরূপ হও,দেবগণ [ অস্বরদিগকে ] ইহাই বলিয়া যে নিজ রূপে [ স্বর্গে ] গিয়াছিলেন, তাহাতেই বৈরূপ সাম হইয়াছিল। ইহাই বৈরূপের বৈরূপত্ব। যে ইহ। জানে, সে পাপ দ্বারা বিরূপ হইলেও পাপকে বিনাশ করিতে পারে। অমুরেরা তখনও দেবগণের অনুগমন করিয়াছিল ও র্তাহাদের সঙ্গে চলিয়াছিল। দেবগণ অশ্ব হইয়া তাহাদিগকে পদাঘাত করিয়াছিলেন । র্তাহারা অশ্ব হইয়া পদাঘাত করিয়াছিলেন, ইহাতেই অশ্বগণের অশ্বত্ব । ষে ইহা জানে, সে যাহা যাহা কামনা করে, তাহাই প্রাপ্ত হয়। সেই জন্যই অশ্ব সকল পশুর অপেক্ষা বেগবান ও সেই জন্যই অশ্ব পশ্চাতে পায়ের দ্বারা লোককে তাড়না করে। যে ইহা জানে, সে পাপ বিনাশ করে। সেই হেতু ঐ অশ্বযুক্ত মন্ত্র তৃতীয়াহের লক্ষণ হওয়ায় তৃতীয়াহের অাজ্যশস্ত্র হইয়া থাকে। “বায়বায়াহি বীতয়ে”২ এবং "বায়ে যাহি শিবা দিবঃ”৩ [ এই দুই মন্ত্রে. উৎপন্ন জ্যুচ ], “ইন্দ্ৰশ্চ বায়বোম্ স্বতানাম's [ ইত্যাদি দুই ঋকে উৎপন্ন জ্যুচ ], “আ৷ BDB BBB BBSBBBBBB BBBBe SB BBBBB BBBS SBBBBBBSS ৰেভি:"৮ “উত ন প্রিয় প্রয়াস্থ”- [ ইত্যাদি পাচটি জ্যুচ ], এই সকল উঞ্চিক