পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৪১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় খণ্ড—অগ্নিহোত্র অগ্নিহোত্র যজ্ঞে বৈকল্য ঘটলে তাহার প্রায়শ্চিত্ত ব্যবস্থা, যথা—“বস্তাগ্নিহোত্রী •••জুহোতি’ ষে ষজমানের অগ্নিহেfত্রী গাভী বংসসংযোগের পর দোহনকালে বসিয়া পড়ে, সেখানে কি প্রায়শ্চিত্ত হইবে ? সেই গাভীকে লক্ষ্য করিয়া এই মন্ত্র পাঠ করিবে—*ঘন্ম:দ্ভীষ নিষীদসি ততে। নো অভয়ং কুধি, । পশূন্ধঃ সৰ্ব্বান গোপায় নমো রুদ্রায় মীচুষে”—ষাহার ভয়ে তুমি বসিয়াছ, তাহ হইতে আমাদের অভয় সম্পাদন কর ; আমাদের সকল পশুকে রক্ষা কর ; সেচনসমর্থ রুদ্রকে প্রণাম । তৎপরে এই মন্ত্ৰে গাভীকে উঠাইবে—“উদস্থাদ দেবাদিতিরায়ুৰ্যজ্ঞপতাবধাং । ইদ্রায় বৃশ্বতী ভাগং মিত্রায় বরুণায় চ”—দেবী অদিতি উঠিয়াছেন, উঠিয়া যজ্ঞপতিতে ( যজমানে ) আয়ু স্থাপন করিয়াছেন, ইন্দ্রকে, মিত্রকে ও বরুণকে আপনার ভাগ দিয়াছেন। তৎপরে তাহার বটে জল দিয়া ও মুখে জল দিয়া সেই গাভী ব্রাহ্মণকে দান করিবে । ইহাই এ স্থলে প্রায়শ্চিত্ত । যাহার অগ্নিহেfত্রী গাভী বংসসংযোগের পর দোহনকালে হস্বারব করে, সে স্থলে কি প্রায়শ্চিত্ত ? ঐ গাভী ৰজমানকে আপুনার ক্ষুধা জানাইবার জন্যই ঐরুপ রব করে । অতএব [অমঙ্গলের] শাস্তির জন্য তাঁহাকে এই মন্ত্রে অন্ন (তৃণাদি) খাওয়াইবে ; কেন না, অন্ধই শাস্তিহেতু । [ মন্ত্র ] “স্বয়বসাদ্ভগবতী হি ভূয়া:”—ভগবতী, তুমি স্বন্দরতৃণভোজিনী হও । এ স্থলে ইহাই প্রায়শ্চিত্ত। যাহার অগ্নিহোত্রী গাভী বৎসসংযোগের পর দোহনকালে বিচলিত হয় [ ও ক্ষীর ফেলিয়া দেয় ], সে স্থলে কি প্রায়শ্চিত্ত ? ভূমিতে যে ক্ষীর ফেলিয়া দিবে, তাহা ম্পর্শ করিয়া এই মন্ত্র জপ করিবে —“ধদন্ত দুগ্ধং পৃথিবীমস্বপ্ত ঘদোষীরত্যহুপদ যদাগঃ। পয়ে গৃহেষু পয়ে অগ্ন্যায়াং পয়ে বংদেষু পয়ো অস্তু তন্ময়ী”—যে দুগ্ধ পৃথিবীতে পতিত হইয়াছে, যtহ ওষধির উপর ( ঘাসের উপর ) পড়িয়াছে, যাহা জলে পড়িয়াছে, সেই সমুদয় দুগ্ধ আমাদের গৃহে, আমাদের গাভীতে, আমাদের বংসে ও আমাদের শরীরে (উদয়ে) স্থান লাভ করুক। যে দুগ্ধ অবশিষ্ট থাকিবে, তাহা যদি হোমের পক্ষে পৰ্য্যাপ্ত হয়, তবে প্রোয়শ্চিত্তের পর] তদ্বারাই হোম করিবে। কিন্তু যদি সমস্ত দুগ্ধই ভূপতিত হয়, অহা হইলে অন্ত গাভী আনিয়, তাহাকে দোহন করির তদার হোম করিবে। দি অন্ত গাভী না পাওয়া যায় ] তাহা হইলে অন্য প্রব্যে, অন্তত: শ্রদ্ধা দ্বারাও হোম कब्रिएव ।* ८ष हेश् छांनेिब्रा बधिcरांज cशां३ क८ब्र, ऊांशांब्र नकल अबाहे वस्त्रषां★T हहेब्राररू, भकज जवाई cशांबाँप शृंशै७ एहेब्रांरछ् ।