পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৪৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Woe 8 রামেজন্বন্দর রচনাসমগ্র করিয়াছিলেন। সেইরূপ যজমানেরাও আত্মস্বরূপ বিশ্বদেবগণের সাহায্যেই তৃতীয় সবনে পশ্চিম দিকৃ হইতে অস্বরগণকে ও রাক্ষসগণকে অপসারিত করেন। সেইজন্য তৃতীয় সবনে দেবতা বিশ্বদেবগণ। যে ইহা জানে, সে পাপনাশে সমর্থ হয়। সেই দেবগণ এইরূপে অস্বরগণকে সমস্ত যজ্ঞ হইতে অপসারিত করিয়াছিলেন ; তখন দেবগণের জয় ও অস্বরগণের পরাভব হইয়াছিল। যে ইহা জানে, সে নিজে জয় লাভ করে ও তাহার দ্বেষ্ট অনিষ্টকারী শত্রু পরাভূত হয়। সেই দেবগণ এইরূপে রক্ষিত যজ্ঞদ্বারা পাপী অস্বরগণকে অপসারিত করিয়া স্বৰ্গলোক জয় করিয়াছিলেন । যে ইহা জানে এবং যে ইহা জানিয়া সবনসকল কল্পনা করে, সে দ্বেষ্ট ও অনিষ্টকারী শক্রকে অপসারিত করে ও স্বৰ্গলোক জয় করে। দ্বিতীয় খণ্ড—হোত্রকগণের কৰ্ম্ম পৃষ্ঠ্য ষড়হাদি যজ্ঞে বিশেষ বিধান, যথা—“স্তোত্রিয়ং.কুৰ্ব্বস্তি” [ পৃষ্ঠ্য ষড়হের প্রাতঃসবনে হোত্ৰকগণের শস্ত্রপাঠ কালে ] [ পরদিনের ] স্তোত্রিয় ত্ৰাচকে পূৰ্ব্বদিনের ] স্তোত্রিয় Jচের অহরূপ করিবে। ইহাতে পরদিনের অনুষ্ঠানকে পূর্বদিনের অনুষ্ঠানের অনুরূপ কুর হয় ও পূৰ্ব্বদিনকে অভিমুখ রাখিয়৷ পরদিনের অকুষ্ঠান আরম্ভ করা হয়। ১ কিন্তু মাধ্যদিনে ঐক্কপ করিবে না। মাধ্যদিনের পৃষ্ঠস্তোত্ৰসকল শ্ৰীস্বরূপ, অতএব [ প্রাতঃসবনের ] স্তোত্রের সদৃশ নহে ; সেইজন্য [ মাধ্যদিনে ] [ পরদিনের ] স্তোত্রিয় [ পূৰ্ব্বদিনের ] স্তোত্রিয়ের অনুরূপ হয় না। সেইরূপ তৃতীয় সবনেও [ পরদিনের ] স্তোত্রিয় [ পূৰ্ব্বদিনের ) স্তোত্রিয়ের অনুরূপ হয় না। (১) যে জ্যুচে সামগায়ীরা স্তোত্র নিম্পাদন করেন, তাহাই স্তোত্রিয় জ্যুচ। পূৰ্ব্বদিনে ত্র,াচের যে ছন্দ ও ধে দেবতা, পরদিনের জJচেও সেই ছন্দ ও সেই দেৰত। থাকিলে উহা অনুরূপ হইবে।