পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৪৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీక్షి রামেন্দ্রমুন্দর রচনাসমগ্র তৃতীয় সবনে বজস্বরূপ বালখিল্য মস্ত্রের সাহায্যে বাক্যকূটম্বরূপ একপদ ঋকৃদ্বারা বলকে ভগ্ন করিয়া গাভীসকল বাহির করিয়া আনিয়াছিলেন। সেইরূপ এই ষষ্ঠ দিনে যজমানেরাও নভাকদৃষ্ট মন্ত্রদ্বারা বলকে দমন করেন ও যখন তাহাকে দমন করেন, তখন তাহাকে শিথিলও করেন। সেই জন্য হোজকের প্রাতঃসবনে নভাকদৃষ্ট মন্ত্রে সম্পাদিত জ্যুচ পাঠ করিবেন। [ নভাকদৃষ্ট মন্ত্রমধ্যে ] “ষঃ ককুভে! নিধারয়ঃ”১ ইত্যাদি জ্যুচ মৈত্রাবরণের, “পূৰ্ব্বষ্টি ইন্দ্ৰোপমাতয়ঃ" ইত্যাদি ব্রাহ্মণাচ্ছংসীর ও “তা হি মধ্যং ভরাণামূ”৩ অচ্ছাবাকের। তাহার। তৃতীয় সবনে বজ্রস্বরূপ বালখিল্য মন্ত্রের সাহায্যে বাক্যকৃটম্বরূপ একপদী ঋকৃদ্বারা বলকে বিনষ্ট করিয়া গাভীসকল লাভ করেন। ছয়টি বালখিল্যস্থক্তে প্রথম বার প্রতি চরণের পর বিহৃতি সম্পাদন করিবে ; দ্বিতীয় বার অৰ্দ্ধ ঋকের পর ও তৃতীয় বার প্রতি ঋকের পর বিহতি সম্পাদন করিবে । প্রতি চরণে বিহৃতি সম্পাদনের সময় প্রত্যেক প্রগাথের পর একপদ। ঋকৃ বসাইবে। এইরূপে [ প্রগাথের ও একপদার সমষ্টি ] বাক্যকৃটে পরিণত হয়।৭ একপদ। ঋক্ পাচটি ; তন্মধ্যে চারটি দশম দিনের অনুষ্ঠান হইতে ও একটি মহাব্রত হইতে গ্রহণ করা হয়। অনস্তর মহানামী ঋকৃসকলের মধ্যে যে অষ্টাক্ষর পদসমূহ আছে, তাহার মধ্যে যতগুলি অবিশুক হয়, ততগুলি পাঠ করিবে ; অবশিষ্টগুলিকে কোনরূপ আদর করিবে না। 尊 অনন্তর অৰ্দ্ধ ঋকের পর বিহৃতি সম্পাদনের সময়ও সেই সকল একপদ ঋকু পাঠ করিবে ও মহানামী ঋকের সেই অষ্টাক্ষর পদসকল পাঠ করিবে । আর প্রতি ঋকের পর বিহৃতি সম্পাদনেও সেই সকল একপদ ঋক্ পাঠ করিবে: ও মহানামী ঋকৃের সেই অষ্টাক্ষর পদসকল পাঠ করিবে। প্রথম বারে ছয়টি বালখিল্যস্থক্তের যে বিহৃতি সম্পাদন হয়, তাহাতে প্রাণের সহিত বাক্যকে মিশ্রিত করা হয়। দ্বিতীয় বারে [ বিহতি সম্পাদনে ? চক্ষুর সহিত মনকে এবং তৃতীয় বারে শ্রোত্রের সহিত আত্মাকে মিশ্রিত করা হয়। এতদ্বারা বিদ্ধতি, সম্পাদনের ফল পাওয়া যায় ; বজ্রস্বরূপ বালখিল্যের ফল পাওয়া যায় ; বাক্যকুটম্বরূপ একপদার ফল পাওয়া যায় ; প্রাণাদির মিশ্রণের ফলও পাওয়া যায়। চতুর্থ বারে প্রগাথসমূহের বিহতি সম্পাদন না করিয়াই পাঠ করিবে। প্রগাথসকল পন্তস্বৰূপ, এতদ্বারা পশুর রক্ষা ঘটে। এ স্থলে একপদ ঋকৃও [ প্রগাথদ্বয়ের মধ্যে ] ব্যবধান দিবে না ( প্রক্ষেপ করিবে না ) । যদি এ স্থলে একপদী ঋকের ব্যবধান দেওয়া যায়, তাহা হইলে বাক্যকূটম্বারা ( তৎস্বরূপ বজম্বারা) যজমানের পশু বিনষ্ট করা হইবে। এরূপ ক্ষেত্রে যদি কেহ আসিয়া ৰলে, এই ব্যক্তি বাক্যকুট