পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৪৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"8bア রামেন্দ্রমুন্দর রচনাসমগ্র যাহার অগ্নিহোত্রী গাভী বৎসসংযোগের পর বিচলিত হয় ও [ ক্ষীর ফেলিয়া দেয় ], সে স্থলে কি প্রায়শ্চিত্ত ? ভূমিতে যে ক্ষীর ফেলিয়া দিবে, তাহা স্পর্শ করিয়৷ এই মন্ত্র জপ করিবে ;–“যে দুগ্ধ পৃথিবীতে পতিত হইয়াছে, যাহা ওষধির উপর পড়িয়াছে, যাহা জলে পড়িয়াছে, সেই সমুদয় দুগ্ধ আমাদের গৃহে, আমাদের গাভীতে, আমাদের বংসে ও আমাদের শরীরে স্থানলাভ করু ক।” যে দুগ্ধ অবশিষ্ট থাকিবে, তাহ। যদি হোমের পক্ষে পর্য্যাপ্ত হয়, তবে তস্থারাই হোম করিবে। যদি সমস্ত দুগ্ধই ভূপতিত হয়, তাহা হইলে অন্য গাভী আনিয়া তাহাকে দোহন করিয়া তদ্বারা হোম করিবে । [ অন্য গাভী না পাইলে ] অন্য দ্রব্যে, অন্তত: শ্রদ্ধাদ্বীরাও হোম করিবে। ইহাই এ স্থলে প্রায়শ্চিত্ত ॥১ (১) এই প্রায়শ্চিত্তবিধি পঞ্চবিংশ অধ্যায়ের দ্বিতীয় খণ্ডে এক বার বর্ণিত হইয়াছে। এখানে ইহা পুনরুক্ত হইল মাত্র। সংস্কৃত মন্ত্রগুলি পূৰ্ব্বে দেওয়া গিয়াছে, এ স্থলে কেবল অনুবাদ দেওয়া হইল। পূৰ্ব্বে দেখ। তৃতীয় খণ্ড—প্রায়শ্চিত্তবিধি প্রশ্ন,— দর্শপূর্ণমাস ইষ্টতে ] যাহার সায়ংকালে দুগ্ধদামায্য কোনরূপে দোষযুক্ত হয় বা অপহৃত হয়, সে স্থলে কি প্রায়শ্চিভ ? উত্তর-প্রাতঃকালের দুগ্ধকে দুই ভাগ করিয়া, তাহার এক ভাগকে সংস্কৃত করিয়া তদ্বারা যাগ করিবে। ইহাই এ স্থলে প্রায়শ্চিত্ত। প্রশ্ন,—যাহার প্রাতঃকালে দুগ্ধসাম্নাষ্য দোষযুক্ত বা অপহৃত হয়, সেখানে কি প্রায়শ্চিভ ? উত্তর,—ইন্দ্রের উদ্দিষ্ট বা মহেন্দ্রের উদ্দিষ্ট পুরোডাশ তাহার স্থানে নিৰ্ব্ব পণ করিয়া যাগ করিবে। ইহাই এ স্থলে প্রায়শ্চিত্ত। প্রশ্ন,—যাহার সকল (প্রাতঃকালীন ও সায়ংকালীন ) সান্নাৰ্য্যই দোষযুক্ত হয় বা অপহৃত হয়, সেখানে কি প্রায়শ্চিত্ত ? উত্তর,—ইন্দ্রের বা মহেক্সের উদ্দেশে পূর্বের মত [ পুরোডাশ ] হইবে—ইহাই এ স্থলে প্রায়শ্চিত্ত। প্রশ্ন,—যাহার সমুদয় হোমত্রব্য দোষযুক্ত হয় বা অপহৃত হয়, সেখানে কি BBB S BBBBS BBB BBB BBD BBBBBBB DDBB DBD DDD করিবে, তৎপরে আর একটি ইষ্ট যথাবিধি বিস্তার করিবে। কেন ন!, স্বজ্ঞই বজ্ঞের প্রায়শ্চিত্ত। (১) পুরোডাশ, দধি ও দুগ্ধ।