পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৫১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\Oy 3 রামেন্দ্রম্বন্দর রচনাসমগ্ৰ । প্রতিষ্ঠালাভের জন্ত আমিও তোমাতে আরোহণ করিব।”১ এই বলিয়। আগে দক্ষিণ জাকু ও পরে বাম জাহ্ল দ্বারা ঐ আসন্দীতে আরোহণ করিবেন। এইরূপ অনুষ্ঠানই বিধেয়। সে সকল ছন্দে উত্তরোত্তর চারিটি অক্ষর বাড়িয়া গিয়াছে, সেই সেই ছন্দের সহিত যুক্ত হইয়া দেবগণ এই ঐস্বরূপ আসীতে আরোহণু করিয়াছেন ও উহাতেই তাহারা প্রতিষ্ঠিত রহিয়াছেন ; যথা,—অগ্নি গায়ত্রীর সহিত, সবিত। উঞ্চিকের সহিত, সোম অনুষ্টুভের সহিত, বৃহস্পতি বৃহতীর সহিত, মিত্রাবরুণ পঙক্তির সহিত, ইন্দ্র ত্রিছুভের সহিত ও বিশ্বদেবগণ জগতীর সহিত আরোহণ করিয়াছেন। “আগ্নেগায়ত্র্যভবৎ সযুগ বা”—গায়ত্রী অগ্নির সহিত যুক্ত হইয়াছিলেন—ইত্যাদি ঋকে এই সকল দেবতা ও ছন্দের [ যোগের বিষয় ] বলা হইয়াছে। যে যজমান ক্ষত্রিয় হইয়া এই সকল দেবতার অনুবত্তী হইয়৷ এই আসন্দীতে আরোহণ করেন, তাহার যোগ ( অপ্রাপ্ত বস্তুর লাভ ) ও ক্ষেম ( প্রাপ্ত বস্তুর রক্ষা ) সম্পাদিত হয়, তিনি উত্তরোত্তর শ্রীলাভ করেন ও প্রজাগণের ঈশ্বরত্ব ও আধিপত্য লাভ করেন। অনস্তর ( আসন্দীতে আরোহণের পর ) তাহার অভিষেক করিবার জন্য জলের শাস্তিমন্ত্র বলাইবেন —“অহে অপসমূহ ; শিব { মঙ্গলময় ) চক্ষুদ্বারা আমার দিকে চাহিয়া দেখ ; শিব তমুদ্বারা আমার ত্বকৃ স্পর্শ কর ; অপ,ষদ—জলে অধিষ্ঠিত – দেবগণকে আমি আহবান করিতেছি ; তোমরা আমাতে বর্চঃ (কান্তি ), বল ও ওজঃ আধান কর।” [ এই মন্ত্র পাঠ করিলে ] অশাস্ত অপসমূহ অভিষেকাস্তে যজমানের বীৰ্য্য হরণ করিতে পারে না । 懿 (১) রাজ্যং দেশাধিপত্যম। সাম্রাজ্যং ধৰ্ম্মেণ পালনম্। ভৌজ্যং ভোগসমৃদ্ধিঃ। স্বরাজ্যং অপরাধীনত্বম্। বৈরাজ্যমিতরেভ্যে। ভূপতিভ্যে বৈশিষ্ট্যম্। পারমেষ্ঠং প্রজাপতিলোকপ্রাপ্তিঃ । মহারাজ্যং তত্রত্যেভ্য ইতরেভ্য আধিক্যম্। আধিপতং তানিতয়ান প্রতি স্বামিত্বম্। স্বাবস্যমপারতন্ত্র্যম্ । ( সায়ণ ) (২) অপা জলেষু সীদন্তীতি অপস যদঃ ঔৰ্ব্বাদয়ঃ অগ্নয় । ( সায়ণ ) তৃতীয় খণ্ড—পুনরভিষেক তৎপরে উদুস্বর-শাখা তাহার [ মস্তকের ] উপরে ব্যবধান রাখিয়া পরবর্তী মন্ত্রদ্বার। অভিষেক করিবে । [ প্রথম মন্ত্র ] “এই জল শিবতম ( অত্যন্ত মঙ্গলপ্রদ ), ইহ} সকল | রোগের ] ভেষজস্বরূপ, ইহা অমৃতস্বরূপ।” [ দ্বিতীয় মন্ত্র ] “প্রজাপতি ৰে জলদ্বারা ইন্দ্রকে, রাজা সোমকে, বরুণকে, যমকে ও মঙ্গকে অভিষিক্ত করিয়াছিলেন, সেই জলধারা তোমাকে অভিষিক্ত করিতেছি ; তুমি ইহলোকে রাজার মধ্যে অধিরাজ इe !” [ छुउँौब्र बछ ]*cउांगांब्र जनब्रिह्मैौ cमयौ cङांबां८क अश्रउग्न भरथा बशन् ७ চর্মণীগণের (মহন্তগণের) মধ্যে সম্রাটুরূপে জন্ম দিয়াছেন, সেই ভদ্র। জননীই তোমার