পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৫৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ম পঞ্চিকা : ৪০শ অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ 8 en দ্বেষকারী পরাজুখে দূরে যায়। অগ্নি হইতে আদিত্য জন্মেন। তাহাকে দেখিয়া এই মন্ত্র বলিবে, “আদিত্য জন্মলাভ করুন, অামার দ্বেষকারী যেন না জন্মে ; সে আমার নিকট হইতে পরাজুখে দূরে যাউক।” অতঃপর সে পরাজুখে দূরে যায়। আদিত্য হইতে “চন্দ্ৰম জন্মেন। র্তাহাকে দেখিয়৷ এই মন্ত্র বলিবে, “চন্দ্রম৷ জন্মলাভ করুন, আমার দ্বেষকারী যেন না জন্মে ; সে আমার নিকট হইতে পরাজুখে দূরে যাউক।” অতঃপর সে পরাজুখে দূরে যায়। চন্দ্রম৷ হইতে বৃষ্টি জন্মে। তাহাকে দেখিয়া এই মন্ত্র বলিবে, “বৃষ্টি জন্মলাভ করুন, আমার শত্রু যেন না জন্মে ; সে আমার নিকট হইতে পরাজুখে দূরে যাউক।” অতঃপর সে পরাজুখে দূরে যায়। বৃষ্টি হইতে বিদ্যুৎ জন্মে। র্তাহাকে দেখিয়া এই মন্ত্র বলিবে, “বিদ্যুৎ জন্মলাভ করুন ; আমার দ্বেষকারী যেন না জন্মে ; সে আমার নিকট হইতে পরাজুখে দূরে যাউক । অতঃপর সে পরাজুখে দূরে যায়। এই কৰ্ম্মের নাম ব্ৰহ্ম-পরিমর। এই ব্ৰহ্ম-পরিমর কৰ্ম্মের কথা কৌষায়ব ১ মৈত্রেয় ( তল্লামক ঋষি ) কৈরিশিষ্ট ভার্গায়ণও স্বত্ব রাজাকে বলিয়াছিলেন। তাহার পাশ্বস্থ [ দ্বেষকারী ] পাঁচ জন রাজা মরিয়াছিলেন। তাঁহাতে স্বত্বা ( তন্নামক রাজা ) মহৎ পদ পাইয়াছিলেন। এই কৰ্ম্মপক্ষে এই ব্রত (নিয়ম ) বিধেয়। খেযকারীর পূৰ্ব্বে উপবেশন করিবে না ; যদি বোধ কর, সেই দ্বেষকারী *ाज़ादेश আছে, তাহা হইলে দাড়াইয়া থাকিবে । দ্বেষকারীর পূৰ্ব্বে শয়ন করিবে না ; যদি বোধ কর, সে বসিয়া আছে, তাহা হইলে বসিয়া থাকিবে। দেষকারীর পূৰ্ব্বে ঘুমাইবে না ; যদি বোধ কর, সে জাগিয়া আছে, তাহা হইলে জাগিয়াই থাকিবে । এরূপ করিলে যদি সেই দ্বেষকারীর মাথ৷ পাষাণের মত হয়, তথাপি অবিলম্বেই তাহার বিনাশ ঘটে, অবিলম্বেই তাহার বিনাশ ঘটে । (১) কোষায়ব-কুষায়বপুত্র। ( সারণ) (২) কৈরিশি-কিরিশপুত্র। (সারণ) (৩) ভাগায়ণ–ভর্গগোত্রোৎপন্ন। ( সায়ণ ) ঐতরেয় ব্রাহ্মণ সমাপ্ত