পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চরিত-কথা : হর্মান হেলমহোলৎজ & S > পাঠাবস্থায় পদার্থবিদ্যার প্রতি তাহার একটু অনুরাগ ও ঝোক ছিল ; এমন কি, জ্যামিতি ও বীজগণিতের অপেক্ষাও তিনি জড় ও জড়ের গুণ লইয়া নাড়াচাড়া করিতে ভালবাসিতেন। সাংসারিক অবস্থার অনুরোধে পিতার আদেশে র্তাহাকে ডাক্তারি শিখিতে হয়। “ফ্রেডরিক উইলিয়ম ইনষ্টিটিউটে" ডাক্তারি শিখিয়া সৈনিক-বিভাগে কৰ্ম্ম লইয়া তিনি সংসারে প্রবেশ করেন। তবে ডাক্তারি ব্যবসায়ে সেই মহাৰ্ঘ জীবনের অপব্যয় হয় নাই। ডাক্তারি হইতে জীববিদ্যা, তাহা হইতে পদার্থবিদ্যা, তাহা হইতে গণিতবিদ্যা, তাহা হইতে মনোবিজ্ঞান ও দর্শন, এইরূপে ক্রমে মহুষ্যজাতির জ্ঞানমহার্ণবের এ-পার হইতে ও-পার পৰ্য্যন্ত সাতাল দিয়া চলিয়া যাইতে তাহাকে দেখিতে পাওয়া যায়। কি পরাক্রম ! 缺 ডাক্তারি ছাডিয়া তাহাকে নান। স্থানে অধ্যাপকতা করিতে হইয়াছিল। প্রথমে সহকারিত্ব, পরে অধ্যাপকত। তিনি কনিগ সবর্গ, হিদেলবর্গ, বন, এই তিন বিশ্ববিদ্যালয়ে জীববিদ্যা ও শবীরবিদ্যাব অধ্যাপনা করিয়া, পরে বালিন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার অধ্যাপক নিযুক্ত হয়েন। ১৮৭১ সাল হইতে শেষ পর্য্যস্ত তিনি এই কায্যেই নিযুক্ত ছিলেন । আর সম্মানের কথা ! বাজগোষ্ঠী, পণ্ডিতসমাজ ও জনসমাজ, দেশী ও বিদেশী, র্যার যত দব সাধ্য, তাহাকে সম্মান দেখাইয়া, আপনাকে গোববাম্বিত করিতে ক্রাট করেন নাই। এরূপ স্থলে সম্মান প্রদর্শনেব অর্থ কৃতজ্ঞতাস্বীকার ও ঋণশোধের চেষ্টা , কিন্তু এ ঋণ । ক শোধিবার ? শরীরবিদ্যা বিষয়ে হেলমহোলংজ জোহান মূলরের ছাত্র ছিলেন। যেমন গুরু, তেমনই শিষ্য ; কাহাকে দেখিবে বল ? আমাদিগকে দৃষ্টি মাত্রেই তুষ্ট থাকিতে হইবে । আমাদের স্বদেশে গুরু ও নাই, শিষ্য ও নাই ; এখানে কাহাকে দেখিব ? হায় আমাদের অদৃষ্ট ! চিৰদিনই কি আমাদের এমনই ছিল ! এমন দিন কি আসিবে না যে শিষ্যের মত গুরু ও গুরুর মত শিষ্য এই ভারতবর্ষেও আবার দেখা যাইবে ? গুরুর প্রবর্তনায় হেলমহোলৎজ অজ্ঞানের তামস রাজ্যে দিগ্বিজয়ার্থ প্রবেশে সাহসী হয়েন। সে পঞ্চাশ বৎসরের পূর্বের ২ কথা ; তার পর সেই তামস রাজ্যের কতটা তাহারই অধ্যবসায়ে আলোকিত ও আবিষ্কৃত হইয়াছে, তাহা কিরূপে জানাইব ? সেই সময়ে হেলমহোলৎজ টাইফস জরে আক্রান্ত হয়েন। জর হইতে মুক্তি লাভ করিয়া কিঞ্চিৎ যাহা সঞ্চয় ছিল, তাহার দ্বারা তিনি একটি অণুবীক্ষণ যন্ত্র ক্রয় করেন। আজকাল শিক্ষার্থীর ঘরে ঘরে অণুবীক্ষণ রহিয়াছে। পঞ্চাশ বৎসর আগে জৰ্ম্মনিতেও তাহা ছিল না। অণুবীক্ষণ অনেকের ঘরে দেখা যায় বটে, কিন্তু হেলমহোলৎজ তাহার মধ্যে কয় জন ? যাহা হউক, সেই অণুবীক্ষণ ক্রয়ের পর তাহার হাতে যে দুই একটা প্রকাও কাজ সম্পন্ন হইয়াছে, তাহার যৎকিঞ্চিং বিবরণ দিয়া প্রবন্ধ শেষ করিব ৷ বাকৃটিরিয়ার নাম আজ লোকের মুখে মুখে ;–বিশেষ, সম্প্রতি কলিকাতা শহরে