পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৩৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নানাকথা : সামাজিক ব্যাধি ও তাহার প্রতিকার ** কাজ আমরা সম্পাদন করিতে পারিব, তাহাতে আমরা হাত দিতে সাহস করি না ; তাহা এই অনভিজ্ঞতার ফলে । যে কাজ আমাদের অসাধ্য, আমরা তাহাতে হাত দিয়া নিস্ফল হইয়া থাকি ও উপহাস্য হই, তাহাও এই অনভিজ্ঞতা হইতে উৎপন্ন। আমাদের দেশের শিক্ষাপ্রণালী উচিতমত ফল উৎপাদন করিল না, ঠিক এই কারণে। আমাদের দেশে কোম্পানী খুলিয়া কারবার করিতে গেলে উদ্যম ব্যর্থ হয়, সেও এই কারণে। আমাদের ধৰ্ম্মসংস্কারের চেষ্টা, সমাজসংস্কারের চেষ্টা, সভা সমিতি মন্ত্রণা, সমস্তই বাক্য মাত্রে পর্য্যবসিত হয়, তাহারঃ মূল কারণ এইখানে মিলিবে । আমবা আপন কর্মের সম্পূর্ণ প্ৰভু নহি, আমাদের হৃদিস্থিত কোন হৃষীকেশ আমাদিগকে যে পথে চালাইতেছেন, আমরা সেই পথে চলিতেছি। আমাদের সংসারযাত্র প্রকৃতপক্ষেই , রঙ্গমঞ্চে অভিনয় ; অথবা বুদ্ধিজীবী জীবের সম্পাদিত অভিনয় নহে ; পরহস্তধৃত স্থত্রবিলম্বিত পুত্তলিকার অভিনয় মাত্র। আমরা কোন উদ্বেগু সাধনের জন্য ইচ্ছাপূর্বক কোন কাজ করি না, আমরা লোককে দেখাইতে চাই—আমরা কাজ করি। আমরা গবেষণার ও পাণ্ডিত্যের অভিনয় করি, সাহেবদের কাছে প্রশংসা লাভের জন্য ; আমরা দেশহিতৈষিতার অভিনয় করি, বড় হইবার জন্য ; আমর বদান্যতার অভিনয় করি, উপাধি লাভের জন্য ; আমরা সমাজসংস্কারের অভিনয় করি, আপনাকে জাহির করিবার জন্য ; আমরা বিলাসিতার ও সাহেবিয়ানার অভিনয় করি, সভ্যতা ফলাইবার জন্য । জগৎ সংসার আমাদিগের অভিনয় দেখিয়া হাসে ও করতালি দেয় ; আমরা মনে ভাবি, আমরা কেমন বীর। আমরা রঙ্গমঞ্চের বিল্বমঙ্গলের মত চীৎকার করিয়া প্রেমের আবেগের অভিনয় করি, এবং লোকের করতালিধ্বনি শুনিয়া মনে করি, প্রেমের বুঝি চীংকারই স্বভাব। আমরা উর্দুরান্নের সংস্থান না করিয়াও বিলাতী পণ্যদ্রব্যে ঘর সাজাই, বিলাতের বণিকেরা ভাবে, কেমন শিকার মিলিয়াছে। আমাদের বিলাসিতার বৃদ্ধি দেখিয়া আমাদের ধনবৃদ্ধি ঘটিয়াছে মনে করিও না ; আমাদের শরীরে অভিনেতার চাকৃচিক্যময় পরিচ্ছদ দেখিয়া সেই পরিচ্ছদে আমাদের স্বামিত্ব কল্পনা করিও না । বিলাতী পণ্যদ্রব্যের পরিবর্তে আমাদের স্বদেশোৎপন্ন প্রব্যে আমরা কাজ চালাইব, মাঝে মাঝে এইরূপ একটা তরঙ্গ উঠে। কিন্তু সৰ্ব্বত্র যেরূপ, এখানেও আমাদের চেষ্টা সেইরূপ বাক্য মাত্রে পর্য্যবসিত হয় ; বিলাতের মত কলের সাহায্যে অল্পমূল্যে শিল্পদ্রব্য ও বিলাসের দ্রব্য প্রস্তুত করিবার ক্ষমতা আমাদের নাই, অথচ বিলাসের দ্রব্য ব্যবহারে ষথেষ্ট সখ আছে। আমাদের বর্তমান পাশ্চাত্ত্য সভ্যতার অনুকারী অস্বাভাবিক অবস্থায় এই সকল দ্রব্য নহিলেও একরকম চলে না ; এরূপ অবস্থায় বাক্য ভিন্ন কার্য্যের সম্ভাবনাট বা কোথায় ? মত দিন স্বদেশে বিলাসোপকরণ প্রস্তুত করিবার ক্ষমতা না জন্মিতেছে, তত দিন এই বিলাসিতাকে একটু সংযত করিতে পারিলেই ভাল হয়। কিন্তু এইরূপ BBBB BBB BB DuS BBBBS BBBBB BB BBS BBS BBD DBB S