পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শঙ্ককথা : ধ্বনি-বিচার 8X স্পর্শবর্ণ - - - | سیسم------- ببینیت| | | ༩གནཨེa মােনে অল্পনাসিক | T| । ”। অল্পপ্রাণ মহাপ্রাণ অল্পপ্রাণ মহাপ্রাণ সন্ধ্যক্ষর উন্ম জিহবামূলীয় ক 하 ঘ S _ তালব্য 瓦 豆 জ • 건 و گا য় 비 মূৰ্দ্ধন্ত छे à Wष्ठ U 하 র ষ झंख्न] マ。 ή 8 국 같 স அத்ர 에 घृ ব Tෂ ম ব sتحnams ছেলেদিগকে ক খ শেখাইবার সময় আমরা 'ঙ'কে 'উঙা’ বা ‘ওঙা’ এবং এ’কে ‘ইঞা বলিতে শিখাই,উহাদের উচ্চারণ কেন এরূপে বিকৃত করা হয়, জানি না। আদিতে স্বর না বসাইয়া অন্তে অকার বসাইয়াও এই দুই বর্ণের উচ্চারণ চলে। উহাদের অকারান্ত উচ্চারণ না করিয়া আকারান্ত করিবারও প্রয়োজন দেখি না। বাঙ্গালা ভাষায় ‘ণ’য়ের উচ্চারণ লোপ পাইয়াছে শুনিতে পাই, কিন্তু উহা সৰ্ব্বত্র লুপ্ত হয় নাই। 'কণ্টক’ ‘কণ্ঠ অণ্ড’ ‘ঢ়ণ্টি' প্রভৃতি শব্দ উচ্চারণের সময় ণকারের প্রকৃত মূৰ্দ্ধন্য উচ্চারণ আপনা হইতে আসিয়া পড়ে । ংস্কৃত বর্ণমালার অন্তিম বর্ণ ‘হ’, ইহাকে কণ্ঠ্য বর্ণ বলা চলে। ‘অ’ যেন মহাপ্রাণ হইয়া হ'য়ে পরিণত হয়। ইংরাজীতে hএর উচ্চারণ হ; ইংরেজী লিপি দ্বারা কোন বর্ণের মহাপ্রাণ উচ্চারণ দেথান আবশু্যক হইলে অল্পপ্রাণ বর্ণের চিহ্নে h যোগ করা বিধি আছে। যথা, k= ক, kh = খ । ‘য়’ () ‘ব’ (w) ‘র’ ‘ল এই চারিটি অন্তঃস্থ বর্ণকে উল্টা রকমের সন্ধ্যক্ষর রূপে গণ্য করা চলিতে পারে। ब्र-शे +अ ব= উ+ অ র = ঋ + অ ল = ন + অ উহাদের উচ্চারণে মুখ সম্পূর্ণ ভাবে বিবৃতও থাকে না, আবার হাওয়া একবারে আটকানও পড়ে না। কাজেই উহার না-স্বর, না-ব্যঞ্জন। ইংরেজীতে y ও w পদমধ্যবৰ্ত্তী হইলে vowel বলিয়াই গণ্য হয়। “ড’ এবং 'ট'য়ের বিকার ‘ড এবং 'ট’কে আমরা এই অন্তঃস্থ পৰ্য্যায়ে রাখিতে পারি। সংস্কৃত অন্তঃস্থ ষ ও অন্তঃস্থ ব বাঙ্গালায় আসিয়া উচ্চারণে বর্গীয় জ ও বর্গীয় বয়ের তুল্য হইয়া পড়িয়াছে। কিন্তু ঐক্য বাক্য নাট্য, দ্বার দ্বারকা ত্বর প্রভৃতি শব্দে যুক্ত বর্ণে বিশুদ্ধ অস্তঃস্থ উচ্চারণ পাওয়া যায়।