পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৪৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অার একখানি প্রাচীন দলীল BJVరి যদি এহি রাজ্য তুমি পার লইবার। সৰ্ব্বথা তোমাকে আমি দিব অধিকার ॥ 臺 嶺 嶺 举 (এই স্থানে পুথি খণ্ডিত আপনার লস্কর গিয়া কহে পাত্র স্থানে । যে কাৰ্য্য করিবা তাহা করিবা যতনে ॥ এহি কথা শুনি তবে রায় মদন পাল । হরষিত হয়৷ অতি বুকে মারে তাল ॥ শীঘ্ৰগতি সাজে রণে লইয়া দলবল । চারি দিকে গড়খান বেড়িল সকল । গরল ভক্ষণে সব কাতর বদন । মদন পাল রণ জয় করিল তখন ॥ জ্ঞানানন্দ দাসে কহে জানিবা নিশ্চয়। পাত্র বোলে সেহি কাক সেহি জানি হয় | _. কানসোনা গড ক্রমে কর্ণসেনের গড় ও কর্ণ সিংহের গডে পরিণত হইয়াছে কি ? মদন পাল কি প্রসিদ্ধ পালবংশীয় রাজা ? রাজা মদন পাল বিষ প্রযোগে অধিবাসীদিগকে বশীভূত করিয়া কৰ্ণ সিংহের গড় বা কানসোনা গড় অধিকার করিয়াছিলেন, এইরূপ কোন ঐতিহাসিক ভিত্তি অবলম্বনে কি উক্ত উপাখ্যান রচিত হইয়াছে ? ( ‘সাহিত্য-পরিষৎ-পত্রিকা, ১৩০৭, ৪র্থ সংখ্যা ) । আর একখানি প্রাচীন দলীল ১৩০৬ সালের চতুর্থসংখ্যক পরিষৎ-পত্রিকায় একখানি প্রাচীন দলীলের প্রতিলিপি প্রকাশ করা গিয়াছিল। নিয়ে প্রকাশিত পত্ৰখানিও সেই একই ঘটনা অবলম্বনে লিখিত। পত্র দুইখানির তারিখে কিছু তফাত আছে। সেখানার তারিখ ১১২৫ লাল এই ফাল্গুন ; এখানির তারিখ ১১৩৮ সাল বৈশাখ। স্বাক্ষরকারীর ও সাক্ষীর নামেও কতক কতক তফাত আছে। এই দ্বিতীয় পত্ৰখানি জেমো (কান্দি ) বিশ্বাসপাড়ানিবাসী শ্ৰীযুক্ত তামসুন্দর ঘোষ মহাশয়ের নিকট পাওয়া গিয়াছে। নিম্নে উহা অবিকৃত ভাবে প্রকাশিত হইল। ইহার স্বতন্ত্র টিপ্পনী অনাবশ্বক। कँडि ।