পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শব্বকথা : ধ্বনি-বিচার ৪৩ চ ক চ কে বলিলে উজ্জল দ্রব্য বুঝায়; চি কৃ চি কে দ্রব্যের ঔজ্জলা তার চেয়ে অল্প, চু কৃ চু কে দ্রব্যের ঔজ্জ্বল্য বোধ করি আরও অল্প । - ক ড় ক ড়ে বলিলে কর্কশ বুঝায়; কি ড কি ড়ে দ্রব্যের কার্বশু তার চেয়ে অল্প। রাঙা ট কৃ ট কে বঙের তীব্রতার চেয়ে রাঙা টু কৃ ট কে রঙেল তীব্রতা অল্প। প টু প টে দ্রব্য হাল্কা ও ভঙ্গপ্রবণ, পি ট পি টে দ্রব্য আরও হালক, পু ট পুটে দ্রব্য এত ভঙ্গুর যে বোধ করি, স্পর্শ সহিতে অক্ষম। W চ ন চ নে রে’দ্রের চেয়ে চি ন চি নে রৌদ্রেব দীপ্তি অল্প । আর দুষ্টান্ত বাড়াইয়া দবকাব নাই। এই কয়টি দুষ্টাস্তেই আমার বক্তব্য স্পষ্ট হইয়াছে, আশা করি। অ, ই, উ, এই তিন স্বর একই ব্যঞ্জনবর্ণে যুক্ত হইয়া কিরূপে ভিন্ন ভিন্ন ভাব জ্ঞাপন করে, তাহাই দেখান আমাক উদ্দেশ্য। ঐ তিন স্বরের মধ্যে যেটির উচ্চারণ ষত প্রযত্নসাপেক্ষ, যেটির উচচাপণে মুখকোটরের পরিসর যত বড় করিতে হয়, মখের ই যতবড় করিতে হয়, সেই স্বব ভিন্ন ভিন্ন ব্যঞ্জনবর্ণে যুন্ম হইয়া তত আধিক্য জ্ঞাপন কবে । আ, ই, উ, এই তিন স্ববেব এই অর্থভেদ পাঠক অনুগ্রহপূর্বক মনে রাথিবেন। এখন ব্যঞ্জনবণগুলি লইয়া আলোচনা করিল । ক লগ হইতে প-বর্গ পৰ্য্যন্ত পচিশটি ব্যঞ্জন খাটি স্পর্শবর্ণ। ঐগুলির আলোচনা প্রথমে করিব। একট উন্টাইয লইব । ক-বগে আরম্ভ ন! কবিয়। প বর্গে আরম্ভ করিল ও ক-লগে শেষ কবিল । প-বর্গ প ফ ব ভ, এই চারিবণের উচ্চারণে মুখকোটবের বাৰু দুই ঠোঢে৭ মধ্য দিয়া বাহির হয়। দুই ঠোট জোড়া হইয়৷ বায়ুর পথ রুদ্ধ করিয়া থাকে , বায়ু ঠোট দৃষ্টখানিকে ভিন্ন করিয়া তাহাদের মাঝে পথ করিয়া লইয়। জোবের সহিত বাহির হয়। শূন্যগর্ত ফাপা দ্রব্যের কঠিন আবরণের মধ্যে আবদ্ধ বাধু সেই আলবণ ভেদ কবিয়া বাহিরে আসিলেই এই শ্রেণীর ধ্বনি জন্মে। বঁাশী বাজাইবাব সময় দুষ্ট ঠোঁটের চাপ দিয়া মুথের পাথু বাণীর ভিতরে ঠেলিয়। দিতে হয়; বঁাশীতে যে ধ্বনি বাহির হয়, তাহার অতুকরণে আমরা বলি পো শব্দে বঁাশী বাজিল। আগুন জালিবার জন্য আমরা এইরূপে ফু দিয়া থাক । মহাদেব গাল বাজাইতেন, তাহার মুখের বায়ু বাহির হইবার সময় ব ম ব ম শব্দ হইত, মহাদেবের শিঙ্গা ভ ভ ম্ভ ম্ শব্দে বাজিত । এই কয়টি দৃষ্টাস্তেই দেখিতেছি যে, প-বর্গের ধ্বনির সহিত বায়ুপূৰ্ণ ফাপ দ্রব্যের স্বাভাবিক ধ্বনির সম্পর্ক রহিয়াছে। বায়ুপূর্ণ দ্রব্যের অভ্যন্তর হইতে বাতাস বাহির হওয়ার সময় এইরূপ ধ্বনির উৎপতি হইয়া থাকে। আরও দৃষ্টান্ত প্রত্যেক বর্ণেব বিচারে পাওয়া যাইবে। 鼻 하 হাসে প্যা কৃ প্যা কৃ শব্দ করে , উহার দুই ঠোঁটের ভিতর হইতে ঐ শব্দে বাতাস বাহির হয়। পাক বা কৰ্দমের ভিতর বায়ুর বুদ্ধ,দ আবদ্ধ থাকে ; হাতে টিপিলে উহা বাহির হইয়া যায়; এই হেতু পাকের মত জিনিস প্যাক প্যাক করে ; উহ