পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৪৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রামদেবতা 8 ае বাঙ্গালার প্রাচীন ইতিহাসে উত্তররাঢ় একটু বিশিষ্ট স্থান পাইয়াছে বলিয়া বোধ হয়। ফতেসিংহ পরগণার উত্তর প্রান্তে ভাগীরথীর পশ্চিম তীরে রাঙামাটি গ্রাম—যাহাকে অনেক পণ্ডিতে হুয়েংচ্যাং-বর্ণিত কর্ণসুবর্ণ রাজ্যের রাজধানীর অবশেষ বলিয়া অনুমান করেন। ঐ স্থান বহরমপুরের নিকটবর্তী, কান্দি বহরমপুর হইতে অষ্টক্রোশ দক্ষিণপশ্চিমে। উত্তররাঢ়ের সহিত তান্ত্রিক ধৰ্ম্মের একটু বিশিষ্ট সম্পর্ক ছিল মনে হয়। তন্ত্রবণিত একান্ন মহাপীঠের মধ্যে অনূ্যন সাতটি মহাপীঠ কান্দির ১৫১৬ ক্রোশ মধ্যে অবস্থিত। গুপ্তপ্রেস পঞ্জিকায় উহাদের অবস্থিতি এইরূপ দেওয়া আছে – ১ । অট্টহাস-দেবী ফুল্লরা–লুপলাইন আমেদপুর ষ্টেশনের নিকট । ২ । কিরাট—দেবী বিমলা—বহরমপুরের নিকট বড়নগরের সন্নিহিত । ৩। নলহাটী—দেবী কালিকা-লুপলাইনে নলহাটি ষ্টেশন। ৪। বহুলা—দেবী বহুলা-কাটোয়ার সন্নিহিত কেতু গ্রাম। ৫ । ক্ষীরগ্রাম—দেবী যুগান্তা–কাটোয়ার সন্নিহিত । ৬। বক্রেশ্বর-দেবী মহিষমদিনী-বীরভূম সিউডির নিকট। ৭ । নন্দিপুর—দেবী নন্দিনী—লুপলাইন সাইথ ষ্টেশন। চৈতন্য মহাপ্রভুর পরবত্তী কালে বৈষ্ণব সাহিত্যে প্রসিদ্ধ কতিপয় ব্যক্তির বাসহেতু কান্দির সমীপবৰ্ত্তী কতকগুলি স্থান প্রসিদ্ধি লাভ করে। যথা—-( ১ ) ভরতপুর— গদাধর গোস্বামীর ভ্রাত। হৃদয়ানন্দের বাসস্থান। র্তাহার বংশধবদের গৃহে চৈতন্যদেবের হস্তাক্ষর-চিহ্নিত যে গীতাগ্রন্থ বৰ্ত্তমান আছে, তাহার ফটোগ্রাফ ভারত-শিল্পপ্রদর্শনীতে সাহিত্য-পরিষৎ কর্তৃক প্রদশিত হইয়াছিল। ( ২ ) মালিহাটি--শ্রনিবাসাচার্য্যের বংশীয় রাধামোহন ঠাকুরের বাসস্থান। (৩) টেয়া--দ্বিজ হরিদাস এব" বৈষ্ণবদাস ও উদ্ধবদাসের বাসভূমি। ( a ) ঝামটপুর-কৃষ্ণদাস কবিরাজের বাসভূমি । ( ৫ ) উদ্ধারণপুর—উদ্ধারণ দত্তের নামের সহিত সম্পর্কযুক্ত । এই প্রবন্ধে কান্দির প্রধান গ্রামদেবতার বিবরণ দেওয়৷ হইতেছে। দেবতার নাম রুদ্রদেব—কান্দি ও পাশ্বস্থ বহু গ্রামের অধিবাসী ইহার ভক্ত উপাসক। রুদ্রদেবের বর্তমান মন্দির কান্দির অন্তর্গত জেমো গ্রামে অবস্থিত, ফতেসি"হেব ব্রাহ্মণ জমিদার cool 3 of Tofort; total offa Gołoś. I Journal of the Asiatic Society, Part III (Anthropological Part), No I, 1898, 2stg gÈ CHANGİR মাহাত্ম্য সম্বন্ধে একটি প্রবন্ধ বাহির হইয়াছিল ; প্রবন্ধের নাম “On a Rain Ce cmony from the District of Murshidabad,” Colo ঐযুক্ত শরচ্চন্দ্র মিত্র এম এ, বি এল। কোন বৎসর অনাবৃষ্টি ঘটিলে মন্দিরস্থ দেববিগ্রহকে কলসী কলসী জল তুলিয়া একবারে জলমগ্ন করিতে পারিলে দেৰত প্রসন্ন হইয়া বৃষ্টির ব্যবস্থা করেন ; মন্দিরের দ্বার ও ছিদ্রাদি বন্ধ করিতে আপত্তি নাই ; নতুবা ঘরের ভিতর জল দাড়াইতে পরিবে না রুদ্রাবের মানস করিয়া লোকে শূল প্রভৃতি ব্যাধি হইতে আরোগ্য লাড় করে। রুদ্রদেবের পাণ্ডারা কুকুরদংশনের ও সর্পদংশনের চিকিৎসা করিয়া থাকেন। দেবতার ইতিহাস এই—সিংহোপাধিক উত্তররাঢ়ী কায়স্থগণের মূল-পুরুষ অনাদিবর সিংহ বঙ্গদেশে আগমন করেন। র্তাহার বংশধর বনমালী সিংহ ময়ূরাক্ষীতীরে বন,