পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বঙ্গলক্ষীর ব্ৰতকথা
[ ১৯০৬ সনের এপ্রিল মাসে প্রকাশিত ]

উৎসর্

বঙ্গলক্ষ্মীর ব্ৰতকথা বঙ্গেব গৃহলক্ষ্মীসিল কবকমলে অর্পণ কৰিলাম। লেখক O ভূমিকা গত পৌষেব বঙ্গদর্শন হইতে বঙ্গলক্ষ্মীব ব্ৰতকথা পুনমূত্রিত হইল। বঙ্গ-ব্যবচ্ছেদেব দিন অপবাঙ্গে জেমো-কান্দি গ্রামের অৰ্দ্ধসহস্রাধিক পুর্বনারী আমাব মাতৃদেবীব আহানে আমাদেব বাডীব বিষ্ণুমন্দিরেব উঠানে সমবেত হইযাছিলেন , গ্রন্থোক্ত অনুষ্ঠানেব পব আমাৰ কন্যা শ্ৰীমতী গিবিজ কর্তৃক এই ব্ৰতকথা পঠিত হয । বন্ধুবগে ব অনুবোৰে ইহা পুস্তিকাকারে প্রকাশ করিলাম । সম্প্রতি এডুকেশন গেজেটে বঙ্গলক্ষ্মীব ব্ৰতকথাৰ সঙ্গ ত অনুবাদ বাহিব হইতেছে দেখিযা আনন্দিত হইলাম । শ্রীরামেন্দ্রসুন্দব ত্রিবেদী চৈত্র ১১১১


বন্দে মাতবম্। বাঙলা নামে দেশ, তার উত্তবে হিমাচল, দক্ষিণে সাগর। মা গঙ্গা মর্ত্যে নেমে নিজের মাটিতে সেই দেশ গড়লেন। প্রয়াগ কাশী পার হয়ে মা পূৰ্ব্ববাহিনী হয়ে সেই দেশে প্রবেশ করলেন। প্রবেশ ক’রে মা সেখানে শতমুখী হলেন ৷ শতমূখী হয়ে মা সাগরে মিশলেন। তখন লক্ষ্মী এসে সেই শতমুখে অধিষ্ঠান করলেন। বাঙলার লক্ষ্মী বাঙলাদেশ জুড়ে বসলেন। মাঠে মাঠে ধানেব ক্ষেতে লক্ষ্মী বিরাজ করতে লাগলেন। ফলে ফুলে দেশ আলো হ’ল। সরোবরে শতদল ফুটে উঠল। তাতে রাজহংস খেলা করতে লাগল। লোকের গোলা-ভরা ধান, গোয়াল-ভরা গরু, গাল-ভরা হাসি হ’ল। লোকে পরমহ্মথে বাস করতে লাগল।