পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র وهوR অনুকরণজাত, সন্দেহ নাই । ক কৃ ক কৃ শব্দ করার নাম ক ক নি। কি চ মি চ, কি চি র কি চি র, কি চি র মি চি র শক বিবিধ জন্তুর পক্ষে প্রযোজ্য । কুকুবের বাচ্চাকে কু ৎ কু ৎ করিয়া ডাকিলে সে মহানন্দে লেজ নাডিতে নাড়িতে অগ্রসর হয় ; সে কিন্তু জানে না যে, কু তার বাচ্চা বলিলে গালি দেওয়া হয়। কণ্ঠ হইতে স্বর বাহির হইবার সময় জিহ্বামূল ক্ষণেকের জন্য উহার পথ রোধ করিলে ধ্বনি জন্মে ক । অল্পপ্রাণ বর্ণের মধ্যে বোধ করি ক" উচ্চারণে সময় লাগে সকলের চেয়ে কম। দ্রুততা ও আকস্মিকতা অল্পপ্রাণ বর্ণ মাত্রেরই প্রধান লক্ষণ ; সৰ্ব্বত্র ইহার পরিচয় পাওয়া যায় ; যথা—প টু করে কাজ করা, চ টু করে চলা, চপ, করে ধরা। ক-কারাদি ক চ ক টু, কপ প্রভৃতি শব্দেও ঐ দ্রুততা অত্যন্ত স্পষ্ট হইয়াছে। ক চ করিয়া কাটা ও ক ট করিয়া কাটাতে আবাব অর্থের ভেদ আছে, কাগজের মত নরম জিনিস কাটিলে ক চ হয়, আর তারের মত কঠিন ধাতব দ্রব্য কাটিলে ক ট হয়। ক’য়ের পর তালব্য বর্ণ বসিয়৷ কোমলতা ও মূৰ্দ্ধন্য বর্ণ বসিয়া কাঠিন্যের সুচনা করে। ক চ ক চ ক চ, ক চ র ক চ র, কুচ কুচ, কু চু র কু চু র, ক্যা চ ক চ প্রভৃতিতে কাগজ, কাপড়, গাছের পাতা প্রভৃতি কোমল দ্রব্য কাটার ধ্বনি আসিতেছে। অন্নপূর্ণাদত্ত পিষ্টক মহাদেব ক চ ম চি য়। ভক্ষণ করিয়াছিলেন, ইতি ভারতচন্দ্র। ক চ শব্দে যে যন্ত্রে কাটা যায়, উহা কঁ গঁ চি। যাহা কাটিবার সময় ক চ শব্দ হয়, তাহা কঁ t চ । কঁ ন চ কে ৷ মাটি শক্ত মাটি, উহা কঁ চ করিয়া পায়ে বিধে। কু চ কি কোমল অঙ্গ, সহজেই সেখানে ব্যথা হয়। ছোট নরম জিনিসকে ক চি বলে ; কচু র কচুত্ব এবং ক চুরি র কচুরিত্ব কি কোমলতা হইতে ? সংস্কৃতে কুঞ্চন শব্দ থাকিলেও বলিব যে, কাপড়ের মত কোমল জিনিসই কেঁ t চা ন যায় ; বস্ত্রের যে অংশ কুঞ্চিত হয়, তাহা কো চ1; র্কোচার এক অংশ কুঞ্চিত হইয়া কেঁ ন চ ডু হয়। বেতের মত স্থিতিস্থাপক জিনিসও কেঁ t চ কা ন চলে ; সেই জন্যই বঁাশের শাখার নাম কঞ্চি । ক চ লান ক্রিয়াও কোমলতা বা তারল্যের স্থচক ; কঠিন দ্রব্য ক চ লা ন হয় না। কোমল কাপড়ই জলে কা চ যায় ; উহা ক চ লা ন র অনুরূপ। যে মানুষকে ক চল । ই তে হয়, তাহার র্ক চ লা ম বিরক্তিকর। বালি যদি খুব সরু হয় এবং ভিজা হয়, তবেই কি চ কি চ করে, অন্যথা কি চি ড় কি চি ড় করে। কুচ কুচ করিয়া কাটিয়া যে ছোট টুকরা পাওয়া যায়, তাহাকে কু চি বা কু চে । বলে, যেমন কাঠের কু চে । কুচি কুচি ক'রে কাটার অর্থ ছোট ছোট টুকরা কবিয়া কাটা । কুচ কুচ করিয়া কাটিয়া ক্ষুত্র টুকরায় পরিণত করার নাম কু চো ন । কু চ-এর ছোট বীজ সংস্কৃত গুঞ্জ হইতে আসিয়াছে, কি কু চ সংস্কৃত হইয়া গুস্থায় পরিণত হইয়াছে, বিচাৰ্য্য বটে। তালব্য চায়ের মত দন্ত্য বর্ণ ত’ও কোমলতাস্থচক । ক'য়ের সহিত দস্ত্য বর্ণ ল’ যুক্ত হইয়া কোমলতা ও তরলতার সহিত চাঞ্চল্য স্থচনা করে। হোল-কু ও কু তে র কুং কুং শব্দ ঐ জন্তুর স্বভাব সম্বন্ধে কি পরিচয় দেয়, তাহা পাঠকেরা বিবেচনা করিবেন। বগলে কুতু কু তু দিলে সৰ্ব্বশরীরে যে মাক্ষেপ ও চঞ্চনা আন্দোলন উপস্থিত হয়, তাহা সৰ্ব্বজনবিদিত। খাদ্য ফ্রব্য