বাঙলার মাটি লোকশিক্ষা বাঙলার জল বাঙালীর পণ, বাঙালীর আশা, যাঙলার বায়ু বাঙলার ফল বাঙালীর কাজ, বাঙালীর ভাষা, পুণ্য হউক, পুণ্য হউক, সত্য হউক, সত্য হউক, - পুণ্য হউক, হে ভগবান। সত্য হউক, হে ভগবান । বাঙলার ঘর, বাঙলার মাঠ, যাঙালীর প্রাণ, বাঙালীর মন, বাঙলার বন, বাঙলার হাট, বাঙালীর ঘরে যত ভাইবোন, পূর্ণ হউক, পূর্ণ হউক, এক হউক, এক হউক, পূর্ণ হউক, হে ভগবান। এক হউক, হে ভগবান । বন্দে মাতরম্ अश्छेॉन প্রতি বৎসর আশ্বিনে রঙ্গবিভাগের দিনে বঙ্গের গৃহিণীগণ বঙ্গলক্ষ্মীর ব্রত অনুষ্ঠান করিবেন। সে দিন অরন্ধন। দেবসেবা ও রোগীর ও শিশুর সেবা ব্যতীত অন্য উপলক্ষে গৃহে উকুন জলিবে না। ফলমূল চিড়ামুড়ি অথবা পূর্বদিনের রাধা-ভাত ভোজন চলিবে । পরিবারস্থ নারীগণ যথারীতি ঘট স্থাপন করিয়া ঘটের পাশ্বে উপবেশন করিবেন। বিধবারা ললাটে চন্দন ও সধবারা সিন্দুর লইবেন। হরীতকী বা স্বপারি হাতে লইয়া । বঙ্গলক্ষ্মীর কথা শুনিবেন । কথাশেষে বালকেরা শঙ্খধ্বনি করিলে পর ঘটে প্রণাম করিবেন। প্রণামান্তে বাম হস্তের ( বালকের দক্ষিণ হস্তের ) প্রকোষ্ঠে স্বদেশী কার্পাসের বা রেশমের হরি দ্রারঞ্জিত সূত্রে পরস্পর রার্থী বাধিয়া দিবেন । রাখীবন্ধনের সময় শঙ্খধ্বনি হইবে । তৎপরে পাটালি প্রসাদ গ্রহণ করিবেন। সংবৎসরকাল যথাসাধ্য বিদেশী, বিশেষতঃ বিলাতী দ্রব্য বর্জন করিবেন। সাধাপক্ষে প্রতিদিন গৃহকৰ্ম্ম আরম্ভের পূর্বে লক্ষ্মীর ঘটে মুষ্টিভিক্ষ রাখিবেন এবং মাসান্তে বা বৎসরান্তে উহ কোনরূপ মায়ের কাজে বিনিয়োগ করিবেন। ఇ; $ লোকশিক্ষা মাননীয় ঐযুক্ত গোখলে মহাশয় ভারতবর্ষে লোকশিক্ষা বিস্তারের জন্য ভারত গবর্মেন্টের নিকট যে প্রস্তাব উপস্থিত করিয়াছিলেন, তাহা এখন কিছু দিনের জন্য তাকে তোলা রহিল। ইহাতে দুঃখিত হইব কি না, সেই চিন্তা উপস্থিত হইয়াছে। বড় দেশের বড় নজির দেখাইয়া অক্লেশে প্রতিপন্ন করা যাইতে পারে, আজিকার দিনে সমাজের নিম্নতম স্তর পর্য্যন্ত শিক্ষার বিস্তার না ঘটিলে বিংশ শতাব্দীর জীবন-সমরে টিকিয়া থাকিবার উপায়ান্তর নাই। প্রস্তাবকৰ্ত্ত। স্বয়ং রাশি রাশি নজির উপস্থিত
পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।