পাতা:রাসেলাস.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wy যস্ত খানি লেখা হুইত, মুদ্রিত করিবার নিমিত্ত যন্ত্রালয়ে পঠাইয়া দিতেন । এইরূপ এক সপ্তাহের সায়ংকালীন পরিশ্রমে রাসেলাস সমাপ্ত হয় । লিখিয়া অfর দেখিবার ও শুদ্ধ করিবার অবকাশ হয় নাই, তথtপি ইহা কি চমৎকার গ্রন্থ হইয়াছে । ইহার সমুদায় সন্দৰ্ত্তই এরূপ উৎকৃষ্ট যে, জনসনের চরিত্যখ্যায়ক বসোয়েল কহিয়াছেন “রাসেলসেব কোন ভাগ উদ্ধত করিয়া কোন ভাগের অবমাননা করব তাহা আমি স্থির করিতে পরিলাম না, এজন্য পাঠকবর্গের নিকট রাসেলাসের পরিচয় দিবার নিমিত্ত তাহার কোন ভাগই উদ্ধৃত করা হইল না।” জনসন,যদি রাসেলস ব্যক্তিরিক্ত আর কোন গ্রন্থ না লিখিতেন তাহ হইলে ও উপহার নাম চিরস্মরণীয় ও কীৰ্ত্তি চিরঞ্জীবিনী হইয়া থাকিত সন্দেহ নাই । তিনি যত গ্রন্থ লিখিয়াছেন তন্মধ্যে জীবনচরিত ও রাসেলাস সৰ্ব্বোৎকৃষ্ট। জনসন, দীঘ কথা ও দুৰ্যোধ বাগাড়ম্বরপ্রিয় ছিলেন,কিন্তু রাসেলাসে সেরূপ কথার প্রয়োগ ও সেরূপ বাগাড়ম্বর অধিক করেন নাই । ফলতঃ রাসেলাস, জনসনপ্রণীত আর আর গ্রন্থ অপেক্ষ সরল ও সুশ্রাব্য। যাহা হউক, সপ্তাহের পরিশ্রমে এরূপ ভাবশুদ্ধ, নীতিগর্ত হিতোপদেশপুর্ণ,উৎকৃষ্ট গ্রন্থ প্রস্তুত कछ, अझ क्रमठांद्र क4 मरर । इषूद्रांप्न य७ फब . প্রচলিত আছে, প্রায় সমুদায় ভাষাতেই রাসেলামের