পাতা:রাসেলাস.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ b" ] বলম্বনপুৰ্ব্বক চিকিৎসককে জিজ্ঞাসিলেন “কেমন, কি রূপ বুঝিতেছেন?” চিকিৎসক উত্তর করিলেন "কোন অলেঃকিক ঘটনা ব্যতিরেকে আপনি এই রোগ হইতে এ যাত্রায় উদ্ধার পাইতে পারেন না । * তখন “ কহিলেন তবে আর ঔষধ সেবনের আবশ্যকভ নাই; এক্ষণে চিত্তকে জগদীশ্বরের ধানে নিযুক্ত করা উচিত ।” ১৭৮৪ খৃঃ অব্দের ১৩ই ডিসেম্বর জনসন কলেবর পরিত্যাগ করেন ; মহা সমাবেহে পূৰ্ব্বক ওয়েষ্টমিনষ্টর আৰিতে উiহার কলেবর ভূগর্ভেনিহিত হয় তঁহাকে চিরস্মরণীয় করিবার নিমিত্ত উীহার এক প্রতিমূৰ্ত্তি প্রস্তুত ক্ষয়, ঐ প্রতিমুর্তি সেন্ট পাল ক্যার্থীড়ালে স্থাপিত আছে । জনসন অতিসচ্চরিত্র ও ধাৰ্ম্মিক ছিলেন ৷ . উত্তম ৰক্তৃতা করিতে পারিতেন । বস্তৃতা ও বাদাম্বুবাদের সময় কখন কখন আত্মশ্লাঘ ও অহঙ্কার প্রকাশ করতে লোকে বিরক্ত হইত। জনসন, সুকবি ছিলেন ল; যথার্থ বটে,কিন্তু উত্তম গদ্য লিখিতে পারিতেন। আশ্চৰ্য্য এই, জনসন প্রগাঢ়ধীশক্তিসম্পন্ন ও মহাপণ্ডিত হইয়াও অলেকিক ও অপ্রাকৃতিক ব্যাপারেও বিশ্বাস করিতেন।