3》8 রাসেলাস । পরিত্যক্ত হয়। আরবসেনাপতি তাহীদের নিকট, বন্ধুত্ব ও সৎসঙ্গজনিত জামোদ লাভ করিতে পারেন না । যখন তাহারা উহাকে সন্তুষ্ট করিবার নিমিত্ত তাহার নিকট ক্রীড়া কৌতুক করে, তিনি অনাদরে অবলোকন করিয়া থাকেন । যখন তাহারা উtহার প্রণয়ভাজন হইবার চেষ্ট পায়, তৎকালে তিনি কখন কখন বিরক্ত হইয় তাহীদের সম্মুখ হইতে উঠিয়া যান। তাহ:দিগের কথা বাৰ্ত্তীয় সুখী ও সন্তুষ্ট হওয়া যায় না ; ংসারিক কষ্ট বা ক্লেশ উপস্তিত হইক্ষে তাহাদিগের প্রবেধিবাক্য দ্বারাও তাহ নিবারিত হয় না । তাহt দিগের অনুরাগের পাত্রাপত্র বিবেচনা নাই, সুতরাং তাহার অসাধারণ গ্ৰীতি প্রদর্শন করিলেও আরবসেন:পভির মনে তজ্জন্য গৰ্ব্ব বা কৃতজ্ঞতার আবির্ভাব হয় না । যে নারী জন্মাবচ্ছিন্নে প্রায় অন্য পুরুষের মুখাবলোকন করে নাই, তাহার হাস্য দ্বারা তিনি আপনাকে সৌভাগ্যগৰ্ব্বিত বোধ করেন না এবং সপত্নীগণের মনে ঈর্যf জন্মিয় দিবার নিমিত্ত, তাহার যে কৃত্রিম অাদর ও আলুরাগ প্রকাশ করে,তাহীতেও তিনি কৃতীর্থশূন্য হয়েন না। তিনিবাহ প্রণয়পদার্থ বলিয়া জুহাদিগকে সমর্পণ করেন এবং তাহারা যাহা প্রণয় বলিয়া গ্রহণ করে, উহা কেবল গুণগগ্যে কালক্ষেপ মাত্র । ঘূণাস্পদ বস্তুতে লোকে কখন কখন যে কিঞ্চিৎ অৱদর প্রকাশ করে, উহাও তদ
পাতা:রাসেলাস.djvu/২০৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।