3 ఫి* রাসেলাস । ন । রাজকুমার অভিশয় বিদ্যাকুরাগী হইলেন । একদা নীলনদের তীরবত্তী প্রাসাদে বসিয়া আছেন, এমন সময়ে ইমলাককে কহিলেন ‘ইমলাক : আমি বিজ্ঞানশাস্ত্রের অনুশীলনে যত্নবান হইয়া নির্জনে বিদ্যার আরাধনা করিয়া কাল ক্ষেপ করিৰ স্থির করিয়াছি।” ইমলাক উত্তর করিলেন “ কোন নির্দিষ্ট পথ অবলম্বন করিবার পূর্বে ইহা পরীক্ষা করিয়া দেখা উচিত যে, সে পথে কষ্ট ও ক্লেশ পাইবার সম্ভাবনা আছে কি না ? সেই পথের পাস্থদিগের সহিত যাহারা সৰ্ব্বদা একত্র অবস্থিতি করে, অন্ততঃ তাহাদিগের সহিত পরামর্শ করা ও কর্তব্য। আমি এখনই এক জন প্রসিদ্ধ জ্যোতিৰ্ব্বিদ্ পণ্ডিতের পর্য্যবেক্ষণগুহ হইতে অগসিতেছি । তিনি নিরস্তর একমনে গ্ৰহগণের গতি নিরূপণ করিয়া চল্লিশ বৎসর কাটাইয়াছেন এবং ক্রমাগত নক্ষত্রমণ্ডলীর গণনা করিয়া জীবন ক্ষেপ করিতেছেন। তিনি মাসে এক বার বন্ধুদিগের সহিত সাক্ষাৎ করেন এবং আপনার আবিস্ক্রিয় সকল তাহtদিগের বিদিত করেন । অামি এক জন বিজ্ঞ ও উহার সাক্ষাৎকারের উপযুক্ত পাত্র বলিয়া তথায় নীত হইয়াছিলাম। যাহাদিগের চিন্তাশক্তি বহু কাল এক বিষয়ে ৰাঃপুত আছে এবং অন্য বিষয়ের জ্ঞান বাহাদিগের অন্তঃক্ষরণ হইতে ক্ৰমে ক্রমে অপস্থত হইতেছে, স্তঃস্থাদিগের: নিকট নাম বিষয়কজ্ঞানশালী ও সঙ্গা
পাতা:রাসেলাস.djvu/২০৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।